Book Name:Ya ALLAH Mein Hazir Hon
হয়ে জমীনে পড়ে গেলেন। হজ্বের সময় তাঁর অবস্থা এমনিই ছিলো, মিনা, মুজদালিফা, আরাফাত, সাফা মারওয়াই যখনি তিনি لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك পড়তেন বেহুশ হয়ে যেতেন।
(তারিখে ইসলাম, খন্ড ৩, পৃঃ১৮২)
ইমাম জয়নুল আবেদীন رَضِیَ اللهُ عَنْہُ এর উপর আল্লাহ পাকের কোটি কোটি রহমত নাযিল হোক এবং তাঁর সদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক।
اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
হে আশিকানে রাসুল! হজ্বের দিবস চলছে, সৌভাগ্যবান হাজ্বিরা হেরেমে উপস্থিত, হায়! আমরা অসহায়, গুনাহগারদেরও যেন এই সৌভাগ্য হয়, আমরাও হজ্ব করি, সাফা মারওয়া সায়ী করি, আরাফাতের ময়দানে অবস্থান করি, মিনাতে কুরবানি করি, হজরে আসওয়াদে আন্দোলিত হয়ে চুমু দেওয়ার সৌভাগ্য হয়ে যায়। আর হায়! শত কোটি হায়! কাবা শরীফের চতুর্পাশে তাওয়াফ করার সৌভাগ্য হয়ে যায়। আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আওার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আল্লাহ পাকের দরবারে দোয়া করেন।
বড়া হজ্ব পে আনে কো জ্বি চাহতাহে
বুলাওয়া আব আয়েগা কব ইয়া ইলাহি
মে মাক্কে মে আঁয়ো মদীনে মে আঁয়ো
বানা কোয়ি এইছা সবব ইয়া ইলাহি
(ওয়াসায়েলে বখশিষ, পৃঃ১০৭)
হাজ্বি এবং আল্লাহ পাকের ভালোবাসার কার্যত বহিঃপ্রকাশ
প্রিয় ইসলামি ভাইয়েরা! একটু ভাবার বিষয়! এটা কেমন সুন্দর দৃশ্য যে, আল্লাহ পাকের বান্দাহ, যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ পাক শ্বাষ প্রশ্বাষ দিয়েছেন, জীবন দিয়েছেন, শক্তি দিয়েছেন, ঐ বান্দাহ ইহরাম পরিধান করে আল্লাহ পাকের হুকুমের উপর আমল করে মক্কায় পৌছে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك (আমি উপস্থিত, হে আল্লাহ! আমি উপস্থিত) এর ধ্বনি প্রতিধ্বনিত করে। আর কার্যতভাবে এটাই স্বীকার করে যে, হে আল্লাহ! আমি তোমার বান্দাহ, তুমিই আমার প্রতিপালক, হে আল্লাহ পাক! আমি তোমার পবিত্র দরবারে উপস্থিত, হে রাব্বে রাহমান রহীম! তুমি আমাকে কাবার