Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

জঙ্গলের দিকে বের হওয়া রাস্তায় এক রাখালের সাথে সাক্ষাত হলো তিনি বাদশাহি পোষাক পরিহিত ছিলেন সেটা খুলে রাখালকে দিয়ে দিলেন এবং তার পোষাকটি তিনি নিজে পরিধান করে জঙ্গলের দিকে চলে গেলেন(সাবয়ে সানাবিল, পৃঃ২২১-২২২)

    প্রিয় ইসলামি ভাইয়েরা! এটা সুযোগ ছিলো যখন হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কার্যতভাবে لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك বললেন অর্থাৎ যে কাজের জন্য মানুষ দুনিয়াতে এসেছে অর্থাৎ আল্লাহ পাকে ইবাদত করা, নেকী করা, আখিরাতের চিন্তা করা, আখিরাতের জন্য নেকীর ভান্ডার জমা করা, হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই সকল কাজে ব্যস্ত হয়ে গেলেনএবার দেখুন! হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  কার্যতভাবে আল্লাহ পাকে দরবারে স্বীকার করলেন,: لَبَّيْك اَللّٰھُمَّ لَبَّيْك নিজের মুখে বলেননি, নিজের আমল দ্বারা এই কথার বহিঃপ্রকাশ করলেন, তো কি পেলেন?

মাছেরা স্বর্ণের সূঁই নিয়ে উপস্থিত হলো:

    হযরত শায়খ ফরিদ উদ্দিন আত্তার رَحْمَۃُ اللهِ عَلَیْہِ  বলেন: একদিন হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দাজলা নদীর পাড়ে বসে নিজের পোষাক যেটা কোথাও ফেটে গিয়েছিলো তা সুঁই দিয়ে তালি লাগাচ্ছেনএক ব্যাক্তি পাশ দিয়ে অতিক্রম করলো সে ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে অনেক আগে থেকে চিনতো, সে জানতো যে, তিনি প্রথমে বাদশাহ ছিলেন অতঃপর বাদশাহী ছেড়ে আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে পড়েছেন, যখন লোকটি হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দাজলা নদীর পাড়ে বসে তাঁর পোশাকে তালি লাগাতে দেখলেন তখন বললেন: হে ইব্রাহিম! রাজত্ব ছেড়ে তুমি কি পেয়েছো? একটি পোষাক তাও আবার ছেড়া ও পুরনো এবং সেটা নিজের হাতে তালি লাগাচ্ছো, পূর্বে বাদশাহী পোষাক থাকতো, আশে পাশে শত শত সেবক থাকতো, এগুলো ছেড়ে কি পেয়েছো? যখন হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এটা শুনলেন তখন নিজের সূঁইটি নদীতে নিক্ষেপ করলেন অতঃপর বললেন: হে মাছেরা! আমার সূঁই ফিরিয়ে দাও, এটা শুনার সাথে সাথে মাছেরা নিজের মুখে স্বর্ণের সূঁই নিয়ে পানির উপরী পৃষ্ঠে চলে আসলো, হযরত ইব্রাহিম বিন আদহাম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন আমি এগুলো চাই না আমি আমার সূঁইটি চায়, তখন একটি মাছ তার মুখে করে হযরত ইব্রাহিম বিন رَحْمَۃُ اللهِ