Ya ALLAH Mein Hazir Hon

Book Name:Ya ALLAH Mein Hazir Hon

মেহমান এবং হাবিবে খোদাصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  এর প্রেমিকরা এই ইবাদতকে সুন্দরভাবে করার ক্ষেত্রে সফলকাম হয়ে যায়

অ্যাপ্লিক্যাশন পরিচিতিঃ

    হে আশিকানে রাসূল! আলহামদুলিল্লাহ! দাওয়াতে ইসলামীর আইটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে জনসাধারনের সহজতা উম্মতে মোস্তফার সহমর্র্মিতার জন্য মোবাইল এ্যপ্লিক্যাশন Online rohani ilaj & istikhara পরিচিত করা হয়েছেএই অ্যাপ্লিক্যাশনের মাধ্যমে আপনি * অনলাইন ইস্তেখারা করতে পারবেন * অসুস্থতা, বদ নজর, যাদু, বিপদ আপদ ইত্যাদি সমস্যার সমাধানের জন্য ফ্রি তাবিজ গ্রহন করতে পারবেন * অনলাইন কাটও করতে পারবেন

    এই এ্যপ্লিক্যাশনে আরো রয়েছে * অসুস্থতা, * দারিদ্রতা, * দুঃশ্চিন্তা পেরেশানি এবং * বিপদ আপদ ইত্যাদি থেকে হিফাজতের জন্য বিভিন্ন অজিফাও রয়েছে, নিজের স্মার্ট ফোনে এই এ্যপ্লিক্যশন ডাওন লোড করে নিন! নিজেও উপকৃত হোন এবং অন্যকেও উৎসাহিত করুন

সফর করার সুন্নাত ও আদবঃ

    প্রিয় ইসলামি ভাইয়েরা! আসুন! শায়খে ত্বরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা “আবু জেহেল কি মাউত” এর ২১ পৃষ্ঠা হতে সফর করার সুন্নাত ও আদব শোনার সৌভাগ্য অর্জন করি* যখন সফর করার প্রয়োজন হয় তখন উত্তম এটা যে সোমবার, বৃহস্পতিবার কিংবা শনিবারে যাত্রা করুন(ফাতাওয়ায়ে রযবীয়া, ২৩/৪০০) * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সায়্যিদুনা জুবাইর বিন মুতআম رَضِیَ اللهُ عَنْہُ কে সফরের মধ্যে আপন সঙ্গিদের থেকে অধিক স্বচ্ছল থাকার জন্য এই অযিফা পড়ার উৎসাহ দিয়েছেন: (১) সূরা কাফিরুন(২) সূরা নসর (৩) সূরা ইখলাস (৪) সূরা ফালাক (৫) সূরা নাসপ্রত্যেক সূরা একবার প্রতিবারের শুরুতে بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ এবং সর্বশেষেও একবার بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ সম্পূর্ণ পাঠ করে নিন(এভাবে পাচঁটি সূরা হবে আর بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ শরীফ ছয়বার হবে) সায়্যিদুনা জুবাইর বিন মুতায়িম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি এমনিতে সম্পদ শালী ছিলাম কিন্তু