Book Name:Ghos e Pak ki Naseehatain
কাজ থেকে বিরত থাকা (৩): এবং তাকদীরের উপর সন্তুষ্ট থাকা, এই তিনটি বিষয়ের উপর আমল করতে থাকা এটি মুসলমানের সর্বনিম্ন অবস্থা। এর অর্থ হলো, যে ব্যক্তি কালেমা পড়েছে, এখন সে দুনিয়াদার হোক বা দ্বীনদার, ব্যবসায়ী হোক বা উকিল, ডাক্তার হোক বা ড্রাইভার, ধনী হোক বা গরীব, বড় থেকে বড় বাদশা থেকে শুরু করে সবচেয়ে গরীব মানুষ পর্যন্ত যেই কালেমা পড়েছে, যার ঈমানের দৌলত নসীব হয়েছে, তার উপর অবশ্যকরণীয় যে, সে এই তিনটি বিষয়ের উপর সর্বদা আমল করে চলবে।
এবার অন্য একটি বিষয়ে লক্ষ্য করুন! সাধারণত আমাদের মনে বিভিন্ন ধরনের চিন্তা চলতে থাকে, আমরা অনেক পরিকল্পনা তৈরি করি, আমরা মনে মনে বড় বড় স্বপ্ন দেখি। এমনকি এমন মানুষেরও সংখ্যা অনেক, যারা নামায পড়ার সময়ও দুনিয়াবী চিন্তায় মগ্ন থাকে। এখন হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষা দেখুন! তিনি বলেছেন: فَلْیُحَدِّثْ بِہَا نَفْسَہٗ অর্থাৎ মানুষের উচিত যে, সে নিজেকে এই তিনটি বিষয় বর্ণনা করতে থাকবে।
এর অর্থ এই যে, যেভাবে আমরা দুনিয়াবী বিষয়াদিতে স্বপ্ন দেখি, যেমন - কোথা থেকে উপার্জন করব? কী খাব? একটি দোকান তৈরি হলো, এখন দ্বিতীয়টি কখন তৈরি করব? একটি ব্যবসা সফল হলো, দ্বিতীয়টি কিভাবে শুরু করব? এভাবে আমরা উঠতে-বসতে, চলতে-ফিরতে, সর্বদা কোনো না কোনো চিন্তায় থাকি, দুনিয়াতে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেন আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে, তোমরা দুনিয়াবী বিষয়ে স্বপ্ন দেখা ছেড়ে দাও! নিজের মধ্যে আরও এগিয়ে যাওয়ার চিন্তা করা ছেড়ে দাও! বরং এটা চিন্তা করো যে, আমি আল্লাহ পাকের আদেশগুলো কতটা পালন করছি? যদি