Ghos e Pak ki Naseehatain

Book Name:Ghos e Pak ki Naseehatain

ঘাটতি থাকে, তবে তা কিভাবে দূর করব? এটা চিন্তা করো যে, আল্লাহ পাক যেসব কাজ থেকে নিষেধ করেছেন, আমি সেসব কাজ থেকে কতটা বিরত থাকি? যদি ঘাটতি থাকে, তবে তা কিভাবে দূর করব? তোমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা শুরু করো, এই কাজগুলো করা শুরু করো اِنْ شَآءَ الله তোমার দুনিয়াও ভালো হবে এবং তোমার আখিরাতও সুন্দর হবে

হে আশিকানে গাউসে পাক! আসুন! পীরানে পীর, পীর দস্তগীর হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই উপদেশের উপর আমল করার নিয়ত করি শুধুমাত্র ৩টি বিষয়: এগুলোকে আপনার মনে বসিয়ে নিন! (): শরীয়তের আহকাম পালন করতে হবে (): শরীয়তের নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে (): এবং তাকদীরের উপর সর্বদা সন্তুষ্ট থাকতে হবে, অধৈর্য হওয়া যাবে না বিপদ এলে, কষ্ট এলে চিৎকার করা যাবে না, হাহাকার করা যাবে না, বরং আল্লাহ পাকের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে এই শিক্ষণীয় উপদেশের উপর আমল করার তৌফিক দান করো

اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

গাউসে পাকের জীবনের সংক্ষিপ্ত সারসংক্ষেপ

প্রিয় ইসলামী ভাইয়েরা! শাহেনশাহে বাগদাদ, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ ৯১ বছর এই দুনিয়াতে অবস্থান করেনউলামায়ে কিরাম গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই ৯১ বছরের বরকতময় জীবনকে ৩টি ভাগে ভাগ করেছেন:

(১): প্রথম অংশ: হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত। এই সময়ে তিনি তাঁর পৈতৃক জন্মভূমি জিলানে অবস্থান করেন,