Ghos e Pak ki Naseehatain

Book Name:Ghos e Pak ki Naseehatain

মুসলমানের উপর সর্বাবস্থায় (অর্থাৎ দিন হোক, রাত হোক, শীত হোক, গরম হোক, আনন্দ হোক, দুঃখ হোক, ব্যস্ততা হোক, অবসর হোক, সংক্ষেপে যতক্ষণ দেহে প্রাণ আছে, যতক্ষণ বুদ্ধি আছে, সুস্থ আছে, শ্বাস চলছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মুসলমানের উপর) ৩টি বিষয় অবশ্যকরণীয়:

():اَمْرٌ یَمْتَثِلُہٗ শরীয়তের নির্দেশ, যা তাকে মানতে হবে ():نَہْیٌ یَجْتَنِبُہٗ শরীয়তের নিষিদ্ধ বিষয়, যা থেকে সে বিরত থাকবে ():قَدْرٌ یَرْضٰی بِہٖ তাকদীর, যার উপর সে সর্বদা সন্তুষ্ট থাকবে

হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ আরও বলেন: * মুসলমানের সর্বনিম্ন অবস্থা হলো, সে কোনো সময়ই এই তিনটি বিষয়ের একটি থেকেও খালি থাকবে না * তার অন্তর এই তিনটি বিষয়ের দৃঢ় সংকল্প করতে থাকবে * বান্দা নিজের কাছে এই তিনটি বিষয় বর্ণনা করতে থাকবে * এবং তার অঙ্গ-প্রত্যঙ্গকে সর্বদা এগুলোতে ব্যস্ত রাখবে

(ফতহুল গুয়ুব, পৃ: ১৭)

হে আশিকানে রাসূল! একটু ভেবে দেখুন! কত সংক্ষিপ্ত এবং কী শক্তিশালী উপদেশ! শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ব্যাখ্যায় বলেন: হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই সংক্ষিপ্ত উপদেশে পুরো দ্বীনের সার সংক্ষেপ বর্ণনা করে দিয়েছেন (শরহে ফতহুল গুয়ুব, পৃ: ১০)

খানে চমৎকারিত্ব দেখুন! আমাদের এখানে কিছু লোক বলে থাকেন: মাওলানা সাহেব! আমরা তো দুনিয়াদার বান্দা, যতটুকু সম্ভব, নামায পড়ে নিই, যিকির-আযকার করে নিই। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই ধরনের কুমন্ত্রণাও খণ্ডন করে দিয়েছেন। তিনি বলেছেন: এই তিনটি বিষয়ের উপর আমল করা অর্থাৎ: (১): আল্লাহ পাকের আদেশ পালন করা (২): নিষিদ্ধ