Book Name:Ghos e Pak ki Naseehatain
হে আশিকানে রাসূল! আপনারা শুনেছেন! اَلْحَمْدُ لِلّٰه রবিউস সানি মাস চলছে। এই বরকতময় মাসটি পীরানে পীর, পীর দস্তগীর, রওশন জমির, হুযুরে গাউসে আযম, হযরত শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সাথে সম্পর্কিত। কারণ, এই মাসে গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর গেয়ারভী শরীফ অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়। নিঃসন্দেহে শাহেনশাহে বাগদাদ, হুযুরে গাউসে পাক শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِও আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী, নেক আমল সম্পাদনকারী, আল্লাহ পাক এবং তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পূর্ণ আনুগত্যকারী। সুতরাং, আমরা যে আয়াতে করীমা এখন শুনলাম, সেই আয়াতে দেওয়া আদেশের উপর আমল করার নিয়তে আজ আমরা হুযুরে গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর পবিত্র জীবনচরিতের কিছু অংশ এবং তাঁর কিছু উপদেশ শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক যেন আমাদেরকে শাহেনশাহে বাগদাদ, হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর প্রতি অন্তর থেকে ভালোবাসা প্রকাশ করার, তাঁর পবিত্র জীবনচরিত থেকে আলো গ্রহণ করার এবং তাঁর শিক্ষাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক।
اٰمِیْن بِجَاہِ النَّبِیِّ الْاَمِیْن صَلَّی اللہ تَعَالٰی عَلَیْہِ وَاٰلہٖ وَسَلَّم
আসুন! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর শিক্ষণীয় উপদেশ শুনি:
(উপদেশ: ১): প্রত্যেক মুসলমানের উপর ৩টি কাজ অবশ্যকরণীয়
হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর একটি কিতাব আছে: ফুতুহুল গায়েব। এই কিতাবে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ উপদেশ দিতে গিয়ে বলেন: প্রত্যেক