Ghos e Pak ki Naseehatain

Book Name:Ghos e Pak ki Naseehatain

(): তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী আমল করো না (): তোমরা যা জানো না, তা করো (যেমন, অজ্ঞতার কারণে গুনাহকে নেকী মনে করো এবং নেকীকে গুনাহ মনে করো) (): তোমরা যা জানো না, তা শিখতে চেষ্টা করো না, তাই অজ্ঞ রয়ে যাও (): তোমরা মানুষের জন্য দ্বীনী ইলমের পথে বাধা সৃষ্টি করো

হে মানুষেরা! তোমাদের এই অবস্থা যে, জ্ঞান যিকিরের মজলিসে কখনো কখনো যাও, নিয়মিত যাও না আর যখন বয়ানকারীর বয়ান শোনো, তখন তা থেকে উপদেশ গ্রহণ করো না, বরং তার ভুল বের করো, তার উপর হাসো, ঠাট্টা করো এই কাজ থেকে তাওবা করো! আল্লাহ পাকের শত্রুদের মতো হয়ো না! যা শোনো, তা থেকে উপদেশ গ্রহণ করো! তোমাদের উপর আবশ্যক যে, নেকী করো এবং ইখলাসের সাথে করো আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ مَا خَلَقْتُ الْجِنَّ وَ الْاِنْسَ اِلَّا لِیَعْبُدُوْنِ(۵۶)

(পারা ২৭, সূরা যারিয়াত, আয়াত ৫৬)

কানযুল ঈমানের অনুবাদ: এবং আমি জিন্‌ মানব জন্যই সৃষ্টিই করেছি যে, আমার ইবাদত করবে

ই আয়াত তেলাওয়াত করার পর হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাক জ্বীন ও মানুষকে নফসের চাহিদা পূরণের জন্য সৃষ্টি করেননি, খেলাধুলা করার জন্য সৃষ্টি করেননি, কেবল খাওয়া, পান করা এবং ঘুমানোর জন্য সৃষ্টি করেননি। হে উদাসিনরা...! তোমাদের উদাসিনতা থেকে জাগ্রত হও...! তোমরা এমন উদাসিনতায় আছো, যেন তোমাদের মরতে হবে না, যেন কেয়ামতের দিন তোমাদেরকে উঠানোই হবে না, যেন আল্লাহ পাকের দরবারে