ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

Book Name:ALLAH Pak Se Muhabbat Karne Walon Ke Waqiaat

পরিবর্তিত ছিলো জিজ্ঞাসা করলেন: তোমাদের এই অবস্থা হওয়ার কারণ কি? তারা উত্তরে বললো: জান্নাতের আশায় বললেন: আল্লাহ পাকের অধিকার রয়েছে যে, তোমাদেরকে তা প্রদান করার, যা তোমরা আশা করছো অতঃপর তিনি  عَلَیْہِ السَّلَام  আরো তিনজন ব্যক্তি পাশ দিয়ে গমন করলেন, যারা পূর্ববর্তীদের চেয়েও বেশী দূর্বল এবং পরিবর্তিত রঙের ছিলো আর তাদের চেহারায় যেন নূরের আয়না ছিলো, হযরত ঈসা
 عَلَیْہِ السَّلَام  তাদেরকে বললেন: তোমাদের এই অবস্থার কারণ কি? তারা উত্তরে বললো: আমরা আল্লাহ পাককে ভালবাসি তিনি  عَلَیْہِ السَّلَام  তিনবার বললেন: আল্লাহ পাকের সবচেয়ে বেশী নৈকট্য তোমাদেরও অর্জিত

 صَلُّوْا عَلَی الْحَبِیْب!                صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ে আশিকানে আউলিয়া! ভাবুন তো একবার! আল্লাহ পাকের প্রতি ভালবাসা পোষণকারীদের আল্লাহর প্রতি ভালবাসায় কিরূপ অবস্থা হতো যে, এরা আল্লাহ পাকের হক এবং বান্দাদের হকের ব্যাপারে কিরূপ নিয়মানুবর্তীতা রক্ষা করতেন, নেকীর প্রতি আগ্রহ এবং গুনাহকে কিরূপ ঘৃণা করতেন, আল্লাহর ইবাদতের আধিক্য তাদের দূর্বল ও জীর্ণশীর্ণ করে দিতো এবং তাদের শরীরের রঙ পরিবর্তন করে দিতো, আজ আমরা আমাদের অবস্থার প্রতি ভাবি যে, নেকী তো নেই-ই এবং গুনাহের পাল্লা কিরূপ ভারী করে রেখেছি যে اَلْاَ مَانُ وَ الْحَفِيْظ দূর্ভাগ্যজনক ভাবে অধিকাংশ মানুষ আমল শূণ্যতার শিকার, বান্দার হক আদায়ের নিকটে আসে না আল্লাহ পাকের হক রক্ষণাবেক্ষণের কোন অনুভূতি, নেকী করা নফসের জন্য খুবই কষ্টকর এবং গুনাহ সম্পাদন করা খুবই সহজ হয়ে গেছে, মসজিদ সমূহ বিরান এবং গুনাহে ভরা বিনোদন কেন্দ্রের পরিপূর্ণতা দ্বীনের প্রতি আগ্রহীদের যেন রক্ত কান্না কাঁদায় এবং যেন কাঁপিয়ে তুলে। টিভি, ইন্টারনেট,