Zulf e Mustfa Ki Qasam

Book Name:Zulf e Mustfa Ki Qasam

মধ্যে একজন তাওবা করল এবং মেনে নিল যে, আসলেই এটা রাসূলে খোদা  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এরই পবিত্র চুল অন্য জন অস্বীকারকারী বলল: এটা কাকতালীয় ঘটনা তাই দ্বিতীয়বার আবার পবিত্র চুল রোদে নিয়ে যাওয়া হল, এবারও মেঘ সাথে সাথে হাযির হয়ে রোদ থেকে আড়াল করে দিল এবার দ্বিতীয় অস্বীকারকারীও মেনে নিল এবং তাওবা করল তৃতীয় জন তখনও আটকে ছিল, তাই তার সন্তুষ্টির জন্য পবিত্র চুল তৃতীয়বার রোদে নিয়ে যাওয়া হল, এবারও একই ঘটনা ঘটল, সাথে সাথে মেঘ এসে সেবা করল, এবার তৃতীয় জনও মেনে নিল এবং তাওবা করল

ہم سیہ کاروں پہ یارَبّ! تپشِ محشر میں

سایہ افگن ہوں ترے پیارے کے  پیارے  گیسو

হাম সিয়াহ কারোঁ পে ইয়া রব! তাপশে মেহশর মে

সায়াহ আফগান হো তেরে পিয়ারে কে পিয়ারে গেসো

(হিদায়িখে বখশিশ, ১১৯ পৃ:)

ব্যাখ্যা: হে আল্লাহ পাক! কিয়ামতের দিন যখন সূর্য এক মাইল দূরত্বে থেকে আগুন বর্ষণ করবে, তামার মাটি উত্তপ্ত থাকবে, সেই সময় তোমার প্রিয় হাবীব   صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم   এর প্রিয় চুলগুলোর ছায়া আমাদের নসীব করো

() তৃতীয় পূর্ণতা হলো, একবার কিছু লোক পবিত্র চুলগুলো দেখতে এসেছিল। যে বাক্সে সেই পবিত্র চুলগুলো ছিল, আমি সেটি বাইরে নিয়ে এলাম। অনেক লোক জড়ো হয়েছিল, আমি তালা খোলার জন্য চাবি লাগালাম কিন্তু তালা খুলল না। অনেক চেষ্টা করলাম কিন্তু তালা খুলল না।  তারপর আমি আমার হৃদয়ের দিকে মনোযোগ দিলাম, তখন জানতে পারলাম যে এই দর্শনার্থীদের মধ্যে অমুক ব্যক্তি জুনুবী অর্থাৎ তার উপর গোসল