Book Name:Behtar Kon?
গুনাহ হবে। (তবে হ্যাঁ! এই বিষয়টি মনে রাখবেন যে, পরনারী পরপুরুষের সালামের উত্তর দিবে না।
(২): সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন শেখে এবং শেখায়
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: خَیْرُکُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْاٰنَ وَ عَلَّمَہٗ অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কুরআন শেখে এবং অন্যদের শেখায়। (বুখারী, পৃষ্ঠা: ১২৯৯, হাদীস: ৫০২৭)
!سُبْحَانَ الله ইনিই হলেন সর্বোত্তম মানুষ, যিনি কুরআন শেখেনও এবং অন্যদের শেখানও। এখন আমাদের প্রত্যেকের ভেবে দেখা উচিত, * আমি কি কুরআন করীম সঠিক তাজবীদ ও মাখরাজের সাথে, আরবী উচ্চারণে পড়তে শিখেছি? * কুরআন করীমে আল্লাহ পাক আমাকে কী কী নির্দেশ দিয়েছেন? * কোন কোন কাজ থেকে বিরত থাকার (আদেশ) দিয়েছেন? * আমি কি এই সবকিছু শিখেছি? যদি শিখে থাকি বা শেখার চেষ্টায় থাকি, তাহলে যা শিখেছি তা কি অন্যদেরও শেখাচ্ছি? যদি বিবেক 'হ্যাঁ' বলে উত্তর দেয়, তবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন! আর যদি 'না' উত্তর আসে, তবে আজ থেকেই কুরআন করীম শেখা এবং অন্যদের শেখানো শুরু করে দিন!
!اَلْحَمْدُ لِلّه আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন 'দা'ওয়াতে ইসলামী'র অধীনে কুরআন পাকের শিক্ষাকে প্রসার করার জন্য হাজার হাজার 'প্রাপ্তবয়ষ্কাদের মাদরাসাতুল মদীনা' এর ব্যবস্থা করা হয়। যেখানে বয়স্কা ইসলামী বোনেরা সঠিক মাখরাজ ও অক্ষরের সঠিক উচ্চারণের সাথে কুরআন করীম শেখে, দু'আ মুখস্থ করে, নামায ইত্যাদি শুদ্ধ করে এবং সুন্নাতের শিক্ষা বিনামূল্যে অর্জন করে। আপনিও এই প্রাপ্তবয়ষ্কাদের মাদরাসাতুল মদীনায় পড়ার বা পড়ানোর নিয়্যত করে দুনিয়া ও আখিরাতের অগণিত কল্যাণ অর্জন করুন।
যে শিখতে পারে, সে যেন অবশ্যই শেখে
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নিঃসন্দেহে এই কুরআন করীম আল্লাহ পাকের পক্ষ থেকে একটি যিয়াফত, সুতরাং যে এর থেকে কিছু শেখার ক্ষমতা রাখে, তার উচিত তা শেখা। কারণ কল্যাণ থেকে সবচেয়ে খালি সেই ঘর যার মধ্যে