Book Name:Behtar Kon?
আল্লাহ পাকের প্রিয়। * আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত, যেমনটি আমাদের প্রিয় নবী রাসূলে আরবী صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী: আগে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত। (শুয়াবুল ঈমান, ৬/৪৩৩, হাদীস: ৮৭৮৬) * সালাম (আগে) প্রদানকারীর উপর ৯০টি রহমত আর উত্তর প্রদানকারীর উপর ১০টি রহমত নাযিল হয়। (কিমিয়ায়ে সাআদাত, ১/৩৯৩)
* اَلسَّلَامُ عَلَيْكُمْ বলার দ্বারা ১০টি সাওয়াব পাওয়া যায়। সাথে وَ رَحْمَةُ اللهِ ও বলে তো ২০টি নেকী হয়ে যাবে আর وَ
بَرَكَاتُهٗ, যুক্ত করে তো ৩০টি নেকী হয়ে যাবে। * অনেক লোক সালামের সাথে জান্নাতুল মকাম ও দোযখ হারাম শব্দ গুলো বৃদ্ধি করে থাকে এটি ভুল পদ্ধতি এমনটি দুষ্টামিরচলে مَعَاذَ
الله এটাও বলে দেয় যে: আপনার সন্তান আমার গোলাম। * সালামের উত্তর তৎক্ষণাৎ আর এতটুকু আওয়াজে দেয়া ওয়াজিব যেনো সালাম প্রদানকারী শুনতে পায়।
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد