Book Name:Behtar Kon?
তার পূর্ববর্তী ইবাদত তার কাজে আসে, আল্লাহর কৃপা আবার তার উপর হয় এবং সে সেই গুনাহের জন্য অনুতপ্ত হয়। যখন সে অনুভব করে যে সে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, তখন আল্লাহর ভয়ে দৌড়ে মসজিদের দিকে যায়। সেখানে সে দেখে যে ৩ জন ক্ষুধার্ত ব্যক্তি বসে আছে। অতঃপর সে তাদের তিনজনকে খাবার খাওয়ানোর সৌভাগ্য অর্জন করে। বর্ণনায় আছে: ইন্তিকালের পর যখন তার আমলের হিসাব হয়, তখন ৬০ বছরের ইবাদত এক পাল্লায় এবং ৬ দিনের গুনাহ অন্য পাল্লায় রাখা হয়। আহা! সেই ৬ দিনের ব্যভিচারের গুনাহ ৬০ বছরের ইবাদতের উপর প্রভাবশালী হয়ে যায়। কিন্তু আল্লাহর কৃপা হয়, সেই একটি রুটি যা সে ৩ জন ক্ষুধার্ত মানুষকে খাইয়েছিল, যখন সেই রুটিটি নেকীর পাল্লায় রাখা হয়, তখন তার নেকীর পাল্লা ভারী হয়ে যায়।
(শু'য়াবুল ঈমান, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৬২, হাদীস: ৩৪৬৮)
!اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী বোনেরা! চিন্তা করুন! ৬ দিনের জঘন্য অপরাধ যা ৬০ বছরের ইবাদতের উপর ভারী হয়ে গিয়েছিল, একটি রুটি যা ক্ষুধার্তের পেট ভরার জন্য সদকা করা হয়েছিল, সেই অপরাধের উপর প্রভাবশালী হলো এবং সেই ইবাদতকারীর ক্ষমার কারণ হয়ে দাঁড়াল।
!سُبْحَانَ الله আল্লাহ পাক আমাদেরকেও যেন উদারভাবে আল্লাহর রাস্তায় খরচ করার, ক্ষুধার্তদের খাবার খাওয়ানোর এবং গরীবদের সাহায্য করার তাওফীক দান করেন। اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
প্রিয় ইসলামী বোনেরা! খাবার খাওয়ানোর মতো সালামের উত্তর দেওয়াও উত্তম মানুষের লক্ষণ। আফসোস! আজকাল এই ব্যাপারে অনেক অলসতা ও উদাসীনতা দেখা যায়। প্রথমত এখন সালাম দেয়ই বা ক'জন? 'হ্যালো', 'হাই', 'গুড মর্নিং' ইত্যাদি বলে দেয়, অথচ এগুলো ইসলামী সালাম নয়। ইসলামী সালাম হলো اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ