Behtar Kon?

Book Name:Behtar Kon?

 

!سُبْحَانَ الله জানা গেল, নিজের বাহবা পাওয়ার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, সংবাদপত্র বা পোস্টারে ছবি ছাপানোর জন্য বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য নয়, বরং যে ব্যক্তি শুধু আল্লাহর ভালবাসায়, তাঁর সন্তুষ্টি অর্জনের জন্য অন্যদের খাবার খাওয়ায়, সে জান্নাতীদের গুণাবলী ধারণকারী

 

জান্নাতী বালাখানা (মহল)

প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জান্নাতে এমন একটি বালাখানা আছে, যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতর দেখা যায় এই বালাখানা আল্লাহ পাক তাদের জন্য তৈরি করেছেন, যারা খাবার খাওয়ায় (মুসনাদে ইমাম আহমদ, খণ্ড: , পৃষ্ঠা: ৩৮৯, হাদীস: ২৩৫৫৩)

 

শান্তির সাথে জান্নাতে যাওয়ার উপায়

হযরত আব্দুল্লাহ ইবনে সালাম رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি মদীনা মুনাওয়ারায় সর্বশেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র মুখ থেকে সর্বপ্রথম যে কথাটি শুনেছিলাম, তা হলো: یَا اَیُّہَا النَّاسُ اَفْشُوا السَّلَامَ وَ اَطْعِمُوا الطَّعَامَ وَ صَلُّوْا بِالَّیْلِ وَالنَّاسُ نِیَامٌ تَدْخُلُوا الْجَنَّۃَ بِسَلَامٍ  হে লোকসকল! সালামের প্রসার ঘটাও! খাবার খাওয়াও! এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, তখন নামায পড়ো, (তোমরা এই তিনটি কাজ করলে) শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে (ইবনে মাজাহ, খণ্ড: , পৃষ্ঠা: ৪২৩, হাদীস: ১৩৩৪)

রুটি খাওয়ানোর সাওয়াব গুনাহের উপর প্রভাবশালী হয়ে গেল

প্রিয় ইসলামী বোনেরা! ক্ষুধার্তকে খাবার খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, গরীবদের সাহায্যে এগিয়ে আসা অনেক সাওয়াবের কাজ 'শু'য়াবুল ঈমান'- আছে: পূর্ববর্তী উম্মতদের মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি ছিল, সে ৬০ বছর ধরে আল্লাহর ইবাদত করত তারপর তার উপর নফস শয়তান  প্রভাবশালী  হয় এবং সে ব্যভিচারের মতো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে পড়ে সে রাত একজন পরনারীর সাথে কাটায়