Book Name:Behtar Kon?
বলা। যখনই কারও সাথে দেখা হবে, اَلسَّلَامُ عَلَيْكُمْ وَ رَحْمَةُ اللهِ وَ بَرَكَاتُهٗ বলুন, اِنْ شآءَ الله সাওয়াব পাবেন।
প্রিয় আকা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইসলামী সালাম শিখিয়েছেন
সাহাবীয়ে রাসূল হযরত আবু রাশিদ আব্দুর রহমান رَضِیَ
اللهُ عَنْہُ বলেন: আমি ছোট ছিলাম, একবার প্রিয় আকা, মক্কী মাদানী মুস্তফা
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে উপস্থিত হয়ে বললাম: اَنْعِمْ
صَبَاحاً (এটি আরবী, এর ইংরেজি অনুবাদ হবে: Good Morning অর্থাৎ সকাল শুভ হোক। রাসূলে আকরাম صَلَّی
اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করলেন: এটা তো মুসলমানদের সালাম নয়। যখন তুমি কারও কাছে যাবে, তখন বলবে: اَلسَّلَامُ
عَلَيْكُمْ وَ رَحْمَةُ الله। (আল-কুনা ওয়াল আসমা, খণ্ড: ১, পৃষ্ঠা: ৫৬, হাদীস: ২১৭)
!سُبْحَانَ الله প্রিয় ইসলামী বোনেরা! এটাই হলো ইসলামী সালাম...! যখনই কারও সাথে দেখা হবে, এভাবেই সালাম করা উচিত। "সালাম" একটি অমূল্য নেয়ামত। আল্লাহ পাক সালামের মধ্যে এমন এক অসাধারণ প্রভাব রেখেছেন যে, আমরা মুখে সালাম দিই কিন্তু এর প্রভাব সরাসরি অন্তরে গিয়ে পড়ে। আমাদের প্রিয় নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:لَاتَدْخُلُوا الجَنَّۃَ حَتّٰی تُؤْمِنُو وَلَا تُؤْمِنُوْا حَتّٰی تَحَابُّوْا তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে! আর তোমরা ততক্ষণ পর্যন্ত (পূর্ণাঙ্গ) মু'মিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে! তারপর তিনি বললেন: আমি কি তোমাদেরকে সেই কথাটি বলে দেব না, যার উপর আমল করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে? اَفْشُوا السَّلَامَ بَیْنَکُمْ তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও! (আবু দাউদ, পৃষ্ঠা: ৮০৯, হাদীস: ৫১৯৩)
প্রিয় ইসলামী বোনেরা! এটাও সর্বদা মনে রাখবেন যে, যখন কেউ সালাম দেয়, তখন তার উত্তর সাথে সাথে এবং এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব, যাতে সালামকারী শুনতে পায়। যদি সালামের উত্তর না দেওয়া হয়, তবে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে