Behtar Kon?

Book Name:Behtar Kon?

বিলাল رَضِیَ اللهُ عَنْہُ কে কা'বা শরীফের ছাদে দাঁড়িয়ে আযান দেওয়ার নির্দেশ দেন অতঃপর হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ সেই নির্দেশ পালন করেন হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ হাবশার (আবিসিনিয়ার) অধিবাসী ছিলেন, তিনি মক্কা মুকাররামায় দীর্ঘকাল দাসত্বের জীবন কাটিয়েছিলেন, তাই তাঁকে কা'বা শরীফের ছাদে দাঁড়িয়ে আযান দিতে দেখে মক্কা মুকাররামার কিছু সর্দার তাঁর সম্পর্কে অত্যন্ত অবমাননাকর মন্তব্য করে এদিকে মক্কার কিছু সর্দার এই অবমাননাকর কথা বলছিল, অপর দিকে হযরত জিবরীল আমীন عَلَیْہِ السَّلَام প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হন এবং আল্লাহর শেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে তাদের সংবাদ দেন রাসূলে আকরাম, নূরে মুজাসসাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাদের সবাইকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন: তোমরা কি বিলালের ব্যাপারে এমন এমন কথা বলেছ? তারা সবাই স্বীকার করে যে, হ্যাঁ! আমরা এই কথাগুলো বলেছি এই প্রসঙ্গে পারা ২৬, সূরা হুজুরাতের এই আয়াতটি নাযিল হয়, আল্লাহ পাক ইরশাদ করেন: (তাফসীরে কুরতুবী, পারা: ২৬, সূরা হুজুরাত, আয়াত: ১৩ এর অধীনে, খণ্ড: ১০, পৃষ্ঠা: ২১১)

 

یٰۤاَیُّہَا النَّاسُ اِنَّا خَلَقْنٰکُمْ مِّنْ ذَکَرٍ وَّ اُنْثٰی وَ جَعَلْنٰکُمْ شُعُوْبًا وَّ قَبَآئِلَ لِتَعَارَفُوْا ؕ اِنَّ اَکْرَمَکُمْ عِنْدَ اللّٰہِ اَتْقٰکُمْ ؕ اِنَّ اللّٰہَ عَلِیْمٌ خَبِیْرٌ

(পারা ২৬, সূরা হুজরাত, আয়াত ১৩)  কানযুল ঈমানের অনুবাদ: হে মানবকুল! আমি তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শাখা প্রশাখা গোত্র -গোত্র করেছি,যাতে পরস্পরের মধ্যে পরিচয় রাখতে পারো নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই, যে তোমাদের মধ্যে অধিক খোদাভিরু, নিশ্চয় আল্লাহ জানেন, খবর রাখেন

 

ল্লামা কুরতুবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতের অধীনে বলেন: এই আয়াতে আল্লাহ পাক মক্কাবাসীদের বংশ নিয়ে গর্ব করা, সম্পদের প্রাচুর্য কামনা করা এবং গরীবদের উপহাস করার জন্য ভর্ৎসনা করেছেন এবং জানিয়ে দিয়েছেন যে, সমস্ত মানুষ হযরত আদম ও হযরত হাওয়া عَلَیْہِمَا السَّلَام এর সন্তান। মর্যাদার মাপকাঠি (রঙ, রূপ, বংশ বা