Book Name:Malakul Maut Ke Waqiaat
প্রত্যাবর্তনের দিনকে ভয় করো...!!
৩য় পারা, সূরা বাকারার ২৮১নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ
(পারা: ৩, সূরা: বাকারা, আয়াত: ২৮১) কানযুল ঈমান থেকে অনুবাদ: আর ভয় করো সেদিনকে যেদিন আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে।
একটি বর্ণনা অনুসারে এ আয়াতের অর্থ হলো: হে ঈমানদারগণ! সেদিনকে ভয় কর যেদিন তোমরা এই দুনিয়া ছেড়ে আখিরাতের উদ্দেশ্যে সফর করবে। (তাফসীরে সিরাতুল জিনান, পারা: ৩, সূরা: বাকারা২৮১ নং আয়াতের পাদটীকা, ১/৪১৯)
আহ! যেদিন মালাকুল মউত عَلَیْہِ السَّلَام আসবে, সেদিন দেহ থেকে রূহ বের করা হবে, ঘোষণা করা হবে: আল্লাহর হুকুমে অমুকের মেয়ে অমুক ইন্তেকাল করেছে। আহ! অতঃপর অচিরেই গোসল প্রদানকারীনিকে ডাকা হবে, গোসল দেয়া হবে এবং কাফন পরানো হবে, অতঃপর!! চোখের পলকেই আমাদের অন্ধকার কবরে নামিয়ে দেওয়া হবে। হে ঈমানদারগণ! সেই দিনকে ভয় কর....!
হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام সবাইকে দেখেন
প্রিয় ইসলামী বোনেরা! রূহ কবয করা হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام এর দায়িত্ব, তিনি তাঁর এই দায়িত্বে বিন্দু পরিমাণ অলসতাও করেন না। ইমাম জালালুদ্দীন সুয়ূতী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ লিখেন: হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام প্রতিদিন প্রতিটি ঘরে ৫ বার এবং অপর বর্ণনা অনুযায়ী ৭ বার আগমন করেন এবং দেখেন যে, এখানে কোন ব্যক্তি এমন আছে কিনা যার রূহ কবয করার আদেশ দেওয়া হয়েছে। (শরহুস সুদুর, ৪৩ পৃষ্ঠা)
হযরত সাবিত বুনানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: দিন রাতের চব্বিশ ঘণ্টার মধ্যে এমন কোনো ঘণ্টা নেই যাতে মালাকুল মউত عَلَیْہِ السَّلَام প্রত্যেক জীবের মাথার ওপর দাঁড়িয়ে থাকেন না। যদি আদেশ দেওয়া হয় তাহলে তার রূহ কবয করে নেন অন্যথায় তিনি ফিরে যান।
(হিলয়াতুল আউলিয়া, ২/৩৭০, সংখ্যা: ২৬০৪)
الله الله প্রিয় ইসলামী বোনেরা! চিন্তা করুন! কিরূপ শিক্ষনীয় বিষয়, আমরা অলসতায় নিমজ্জিত, অনর্থক কাজকর্মে নিমজ্জিত, গুনাহে লিপ্ত, অন্যদিকে সকল স্বাদ বিনাশকারী হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام সর্বদা আমাদের জন্য অপেক্ষা করছেন। অর্থাৎ আমরা মৃত্যু থেকে উদাসীন, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে সন্তুষ্ট অথচ মৃত্যু সবসময় আমাদের মাথার উপর বিদ্যমান।
তোমাদের মধ্যে কেউ জীবিত থাকবে না
ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام প্রতিদিন ঘরে ঘরে ৩ বার পরিদর্শন করেন, যদি তাদের কারও সময় ঘনিয়ে আসে তবে তিনি তার রূহ কবয