Book Name:Malakul Maut Ke Waqiaat
اٰمِين بِجا هِ خَاتَمِ النَّبِيّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
আত্মীয়তার বন্ধন সম্পর্কিত মাদানী ফুল
প্রিয় ইসলামী বোনেরা! বয়ানের শেষে আসুন আত্মীয়তার বন্ধন সম্পর্কিত কয়েকটি মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দু'টি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বাণী লক্ষ্য করুন: (১) প্রতিটি সদাচরণ সদকা সেটা গরিবের সাথে হোক বা ধনীর সাথে হোক। (আয যাওয়াজির, কিতাবুল যাকাত, ৩/৩৩১, সংখ্যা: ৪৭৫৪) (২) যে ব্যক্তি তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করেছে তাকে স্বাগতম কারণ আল্লাহ তার আয়ু বাড়িয়ে দিয়েছেন। (মুস্তাদরাক, কিতাবুল বির ওয়াস সিলা, ৫/২১৩, হাদীস: ৭৩৩৯) * আত্মীয়তার বন্ধন বজায় রাখা ওয়াজিব এবং তা ছিন্ন করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। (বাহারে শরীয়ত ৩/৫৫৮) * আত্মীয়-স্বজনের প্রতি সদ্ব্যবহারের নাম এই নয় যে, সে ভালো আচরণ করলে তুমিও তাই করবে, মূলত এই জিনিসটি হল দেওয়া নেওয়া যে, সে তোমার কাছে কোন কিছু পাঠালো, বিনিময়ে তুমিও তার কাছে কিছু পাঠালে, সে তোমার কাছে আসলো বিনিময়ে তুমিও তার কাছে গেলে। মূলত আত্মীয়তার বন্ধন হলো, সে ছিন্ন করলে তুমি বজায় রাখবে, সে তোমার কাছ থেকে বিচ্ছেদ করতে চাইলে তুমি তার সাথে সম্পর্কের অধিকারের প্রতি যত্নশীল হবে। (রুদ্দুল মুহতার ৯/৬৭৮) * আত্মীয়তার বন্ধন বজায় রাখার বিভিন্ন রূপ রয়েছে, তাদের উপহার দেওয়া এবং তাদের যদি কোনও বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন হয় তবে তাদের সহায়তা করা, তাদের সালাম করা, তাদের সাথে দেখা করতে যাওয়া, দাড়ানো এবং তাদের পাশে বসা, তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে সদয় আচরণ করা। (কিতাবুদ দুরারিল হুক্কাম, ১/৩২৩)* আত্মীয়দের সাথে কয়েকদিন পরপর দেখা করা উচিত, অর্থাৎ একদিন দেখা করতে যাওয়া এবং পরের দিন না যাওয়া, কারণ এভাবে করলে ভালোবাসা এবং স্নেহ বাড়ে, বরং প্রতি শুক্রবার বা প্রতি মাসে আত্মীয়দের সাথে একবার দেখা করা। (কিতাবুদ দুরারিল হুক্কাম, ১/৩২৩) * সত্য ও বৈধ বিষয়ে গোত্র এবং পরিবারের সদস্যদের একত্রিত হওয়া উচিত, অর্থাৎ আত্মীয়রা যদি হকের দিকে থাকে, তবে তাদের উচিত অন্যদের বিরুদ্ধে লড়াই এবং সত্য প্রকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করা। (কিতাবুদ দুরারিল হুক্কাম, ১/৩২৩)* আত্মীয়-স্বজন কোনো প্রয়োজন উপস্থাপন করলে তাকে প্রত্যাখ্যান করা গুনাহ। যখন কোন নিকট আত্মীয় কোন প্রয়োজন উপস্থাপন করে তাহলে তার প্রয়োজন পূরণ করুন তাকে ফিরিয়ে দেওয়া আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। (কিতাবুদ দুরারিল হুক্কাম, ১/৩২৩) * আত্মীয়তার বন্ধন বজায় রাখার ব্যাপারে বিস্তারিত জানতে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর “তৎক্ষণাৎ ফুফুর সাথে মীমাংসা করে নিল" অধ্যয়ন করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد