Book Name:Malakul Maut Ke Waqiaat
ফিরে না আসে বরং কালো হয়ে যায়, তবে আমি বুঝতে পারি যে, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি এই পাতার দিকে তাকিয়ে থাকি, যখন সেটি গাছ থেকে পড়ে যায়, এর মানে হলো তার মৃত্যুর সময় এসে গেছে, তারপর যদি সেই ব্যক্তিটি নেককার হয়, আমি তার কাছে ভালো রূপে যাই এবং তার প্রাণকে কবয করে সেটাকে পরম শান্তি ও সুবাসে রাখি, আর যদি সে পাপী হয়, আমি তার কাছে ভয়ানক রূপে যাই, সে আমাকে দেখে চিৎকার করতে থাকে: হে মালাকুল মউত عَلَیْہِ السَّلَام আমার গুনাহ বহুগুণ বেড়ে গেছে, আমার আমলনামা গুনাহে কালো হয়ে গেছে, হায়! এখন তো বিদায় নেওয়ার পালা চলে এসেছে, আমাকে একটু সময় দাও! যাতে আমি আল্লাহর সামনে কিছু চোখের অশ্রু বিসর্জন দিতে পারি, আমাকে আমার গুনাহ থেকে তাওবা করার জন্য কিছু সময় দিন। আমি বলি: অসম্ভব...!! এটা একেবারেই অসম্ভব। অতঃপর আমি তার রূহ কবয করে নিই।
(সালওয়াতুল আরেফীন, বাবু যিকরিল মউত, ২/২১২-২১৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! এই শিক্ষণীয় বর্ণনা থেকে জানা যায়: আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত, হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام সর্বদা আমাদের প্রতি মনোযোগী আছেন, যখন যার সময় ফুরিয়ে যাবে তখন এক মুহূর্তের জন্য অবকাশ দিবেন না, অবিলম্বে তার রূহকে কবয করে নেন। হায়! আফসোস! আমরা এই বাস্তবতা জানি, বিশ্বাসও করি কিন্তু জানার পরেও আমরা অজ্ঞতায় থাকি, অলসতায় থাকি, মনে রাখবেন! আমরা মৃত্যুকে স্মরণ করি বা না করি, আমরা নেক আমল করে পরকালের জন্য প্রস্তুতি নিই বা না নিই , মৃত্যু সর্বাবস্থায় আসবেই এবং আসতেই থাকবে। সুতরাং জ্ঞানী ব্যক্তি সেই, যে জীবদ্দশায় মৃত্যুকে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয়।
পারা ২৯, সূরা মুলকের ২য় আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
الَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَ الْحَیٰوۃَ لِیَبْلُوَکُمْ اَیُّکُمْ اَحْسَنُ عَمَلًا ؕ
(পারা: ২৯, সূরা: মুলক, আয়াত: ২) কানযুল ঈমান থেকে অনুবাদ: তিনিই, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা হয়ে যায় তোমাদের মধ্যে কার কর্ম অধিক উত্তম।
উলামায়ে কেরামগণ উক্ত আয়াতের একটি অর্থ এটিও বর্ণনা করেন যে, আল্লাহ পাক জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য যে, তোমাদের মধ্যে কে মৃত্যুকে স্মরণ করে এবং এর জন্য অধিক প্রস্তুতি নেয়। (শুয়াবুল ঈমান,৭ / ৪০৮)
সাহাবীয়ে রাসূল হযরত তারিক মুহারিবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহর শেষ নবী, রাসূলে হাশেমী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাকে উপদেশ দিয়ে ইরশাদ করলেন: یَا طَارِقُ اِسْتَعِدَّ لِلْمَوْتِ قَبْلَ الْمَوْتِ অর্থাৎ হে তারিক! মৃত্যুর পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও ...!! (মুজামে কবীর, ৪/৩৯১, হাদীস: ৮০৯৯)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد