Malakul Maut Ke Waqiaat

Book Name:Malakul Maut Ke Waqiaat

اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ وَالصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی خَاتَمِ النَّبِیّٖنط

اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِا للهِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِط

اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَارَسُوْلَ الله                               وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَا حَبِیْبَ الله

اَلصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ الله                                            وَعَلٰی اٰلِكَ وَاَصْحٰبِكَ یَانُوْرَ الله

 

দরূদ শরীফের ফযীলত

          আল্লাহ পাকের সর্বশেষ নবী, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ صَلّٰی عَلَیَّ یَوْمَ الْجُمُعَۃِ  کَانَتْ شَفَاعَۃٌ لَّہٗ عِنْدِیْ یَوْمَ الْقِیَامَۃ অর্থাৎ যে আমার প্রতি শুক্রবার দরূদ শরীফ পাঠ করবে, আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবো (জামউল জাওয়ামেয়ে লিস সুয়ুতি, /১৯৯, হাদীস: ২২৩৫২)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

বয়ান শোনার নিয়্যত

          প্রিয় ইসলামী বোনেরা! সাওয়াব অর্জনের উদ্দেশ্যে প্রথমে কিছু ভাল ভাল নিয়্যত করে নিই। প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: نِيَّةُ الْمُؤْمِنِ خَيْرٌ مِنْ عَمَلِهٖমুসলমানের নিয়্যত তার আমল অপেক্ষা উত্তম।

(মুজামুল কাবীর, সাহাল বিন সাআদ, ৬/১৮৫, হাদীস: ৫৯৪২)

 

        অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; * আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো * আদব সহকারে বসবো * এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো * বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো * বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

অভিশপ্ত শয়তানের মৃত্যু

        হযরত আহনাফ ইবনে কায়েস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদা আমি মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আযম رَضِیَ اللهُ عَنْہُ এর সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদীনায় পস্থিত হলাম, আমি সেখানে দেখলাম লোকেরা দলবদ্ধ হয়ে বসে আছে এবং হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ দরস দিচ্ছেন। তখন হযরত কা'বুল আহবার رَضِیَ اللهُ عَنْہُ এ ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন: যখন হযরত আদম عَلَیْہِ السَّلَام জীবনের অন্তিম মুহূর্তে উপনীত হলেন, তখন হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام তাঁর কাছে উপস্থিত হলেন। তখন হযরত আদম عَلَیْہِ السَّلَام আল্লাহর নিকট আর করলেন: হে আল্লাহ পাক! শয়তান আমার শত্রু, তুমি তাকে কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ