Book Name:Malakul Maut Ke Waqiaat
না করুক পাপের শাস্তিও দেওয়া হয়, হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام ভয়ংকর রূপ ধারণ করেন, তাহলে ভাবুন! এই সময় আমাদের কি হবে...? হযরত মালাকুল মউত عَلَیْہِ السَّلَام এর সম্মুখস্থ কিভাবে হবো?
কিন্তু হায়! ব্যাপারটা এখানেই শেষ নয়, এর পাশাপাশি রয়েছে সাকারাতের যন্ত্রণা। হযরত ইমাম হাসান বসরী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় নবীصَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم মৃত্যুর যন্ত্রণা ও গলায় আটকে থাকার কথা উল্লেখ করে বলেন: এই যন্ত্রণা তরবারির ৩০০ আঘাতের সমান। (মাওসুআ'ইবনে আবিদ দুনিয়া, কিতাবু যিকরিল মউত, ৫/৪৫৩, হাদীস: ১৯২) একটি হাদীস শরীফে রয়েছে: সবচেয়ে সহজ মৃত্যু হলো তুলার মধ্যে আটকে থাকা কাঁটা যুক্ত শাখার মতো, যখন তুলা থেকে এমন শাখা বের করা হয় তখন তুলার ফুলকা অবশ্যই তার সাথে আসবে। (মাওসুআ'ইবনে আবিদ দুনিয়া, কিতাবু যিকরিল মউত, ৫/৪৫৩, হাদীস: ১৯৪)
হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালী عَلَیْہِ
السَّلَام বলেন: সাকারাতের যন্ত্রণা
সরাসরি রূহকে আক্রমণ করে, তারপর এই যন্ত্রণা ছড়িয়ে পড়ে সারা শরীরে, প্রতিটি শিরায় উপশিরায়, প্রতিটি পেশীতে, প্রতিটি জয়েন্টে, প্রতিটি চুলের
গোড়ায় এবং মাথা থেকে পা পর্যন্ত চামড়ার প্রতিটি অংশ থেকে রূহ বের হয়, এটি জিজ্ঞেস
করো না যে, এটা কী ধরনের যন্ত্রণা? বুযুর্গরা তো এমনও বলেছেন যে, মৃত্যুর যন্ত্রণা তরবারির
আঘাতের চেয়ে, করাত দিয়ে ছিঁড়ার চেয়ে এবং কাঁচি দিয়ে কাটার চেয়েও অধিক কষ্টদায়ক। (ইহয়াউল উলুম, ৫/৫১১) ইমাম আওযায়ী رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: আমরা জানতে পেরেছি যে, মৃত ব্যক্তি মৃত্যুর সময় থেকে কিয়ামত পর্যন্ত
মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে থাকে। (ইহয়াউল উলুম, ৫/৫১৫)
الامان والحفيظ!
আহ! প্রিয় ইসলামী বোনেরা! জানিনা তখন আমাদের কি হবে! ক্ষণে ক্ষণে মৃত্যু ঘনিয়ে আসছে, কবরের গন্তব্যের দিকে অনবরত যাত্রা অব্যাহত, একটু কল্পনা করুন, আমরা সযত্নে আমাদের ঈমানকে বুকে আঁকড়ে ধরে আছি, একদিকে নফসে আম্মারা ঈমানের উপর ঝাঁপিয়ে পড়ছে, অন্যদিকে শয়তান পালাক্রমে আঘাত করছে, তৃতীয়ত আরেক দিকে বদমাযহাব ঈমান হরণ করতে ব্যস্ত, আর চতুর্থত অন্য দিকে দুনিয়ার অহেতুক প্রেম ঈমানের পিছু লেগে আছে! আহ! এমতাবস্থায় আমরা ঈমানের সম্পদ কিভাবে নিরাপদে কবরে নিয়ে যাবো...!!
(কুফরিয়া কালেমাত কে বারে মে সাওয়াল জাওয়াব, ১০ পৃষ্ঠা)
আল্লাহ পাক তাঁর প্রিয় হাবীব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ওসিলায় আমাদের জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন। আহ! জীবনের অন্তিম মুহূর্তে, উম্মতের শাফায়াতকারী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم যেনো তাঁর পাপী উম্মতের শিওরে তাশরীফ নিয়ে আসেন, আহ! নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র জ্বলওয়া দেখে এবং দীদারের সুধা পান করে পরম কোমলতায় প্রাণ এমনভাবে বেরিয়ে যাক যেনো বুঝতেও না পাই।
আল্লাহ পাক আমাদের সবাইকে সাকারাতের, কবরে, হাশরে সহজতা নসীব করুন। আহ! প্রিয় নবী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ওসিলায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ নসীব করো।