Maa Ki Dua Ka Asar

Book Name:Maa Ki Dua Ka Asar

প্রত্যেক মুবাল্লিগা বয়ান করার পূর্বে কমপক্ষে তিনবার পাঠ করুন

اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْنَ وَ الصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی سَیِّدِ الْمُرْسَلِیْنَ ط

اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِاللّٰہِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّ حِیْم ط

اَلصَّلٰوۃُ وَ السَّلَامُ عَلَیْكَ یَا رَسُولَ اللہ                                                                                    وَعَلٰی اٰلِكَ وَ اَصْحٰبِكَ یَا حَبِیْبَ اللہ

اَلصَّلٰوۃُ وَ السَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ اللہ                                                     وَعَلٰی اٰلِكَ وَ اَصْحٰبِكَ یَا نُوْرَ اللہ

দরূদ শরীফের ফযীলত

   নবী করীম, রউফুর রহীম, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন:

يَااَيُّهَا النَّاسُ  اِنَّ اَنْجَاكُمْ يَوْمَ الْقِيَامَةِ مِنْ اَهْوَالِهَا وَ مَوَاطِنِهَا اَكْثَرُكُمْ عَلَىَّ صَلَاةً فِىْ دَارِالدُّنْيَا

অর্থাৎ হে লোকেরা নিঃসন্দেহে কিয়ামতের দিন ভয়াবহতা হিসাব নিকাশ থেকে তাড়া-তাড়ি মুক্তি পাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে হতে দুনিয়াতে আমার উপর অধিকহারে দরূদ শরীফ পাঠ কারী হবে

(ফিরদৌসুল আখবার, / ৪৭১, হাদীস: ৮২১ )

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! সাওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শুনার পূর্বে প্রথমে ভালো ভালো নিয়্যত করে নিই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلنِّيَّةُ الْحَسَنَةُ تُدْخِلُ صَاحِبَهَا الْجَنَّةَ অর্থাৎ ভালো নিয়্যত মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় (মুসনাদে ফেরদাউস, /৩০৫, হাদীস: ৬৮৯৫)

          অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; * আল্লাহ সন্তুষ্টির জন্য বয়ান শুনবো * আদব সহকারে বসবো * এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো * বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো * বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

মায়ের মর্যাদা!

    প্রিয় ইসলামী বোনেরা! মা” হচ্ছে কুদরতের একটি অমূল্য উপহার, মায়ের মর্যাদা কুরআন ও হাদীসে বর্ণনা হয়েছে, মায়ের অনুগত ব্যক্তি আল্লাহ পাক ও রাসূলে করীম صَلَّی