Book Name:Maa Ki Dua Ka Asar
করে তার অভ্যাস গড়ে তুলতে হবে, নেকীর কাজ আরম্ভ করার পূর্বে কিছুক্ষণ থেমে অবস্থার পরিপেক্ষিতে নিয়্যতের প্রস্তুত হয়ে যাওয়া উপকার রয়েছে। (সাওয়াব বৃদ্ধির উপায়, ৩ পৃষ্ঠা) * নিয়্যতের অভ্যাস গড়ে তুলার জন্য এর গুরুত্বের প্রতি দৃষ্টি রেখে গুরুত্ব সহকারে প্রথমে নিজের মনমানসিকতা তৈরী করতে হবে। (সাওয়াব বৃদ্ধির উপায়, ৩ পৃষ্ঠা)
* হযরত নাঈম বিন হিমাদ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ বলেন: আমাদের পিঠে চাবুকের মার খাওয়া আমাদের জন্য অতি সহজ। কিন্তু নিয়্যত সংশোধন করা কঠিন। (তাম্বিহুল মুগতারিন, ২৫ পৃষ্ঠা) * হযরত আলী رَضِیَ
اللهُ عَنْہُ বললেন: বান্দার নিকট ভালো নিয়্যতের উপর ঐ পুরুস্কার দেয়া হয় যাদেরকে ভালো আমলের জন্য নেয়া হয় না কেননা নিয়্যতের মাধ্য রিয়াকার হয় না।
(জাহান্নামে নিয়ে যাওয়ার মত কাজ, ১/১৫২)
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়াত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد