Maa Ki Dua Ka Asar

Book Name:Maa Ki Dua Ka Asar

করে তার অভ্যাস গড়ে তুলতে হবে, নেকীর কাজ আরম্ভ করার পূর্বে কিছুক্ষণ থেমে অবস্থার পরিপেক্ষিতে নিয়্যতের প্রস্তুত হয়ে যাওয়া উপকার রয়েছে (সাওয়াব বৃদ্ধির উপায়, পৃষ্ঠা) * নিয়্যতের অভ্যাস গড়ে তুলার জন্য এর গুরুত্বের প্রতি দৃষ্টি রেখে গুরুত্ব সহকারে প্রথমে নিজের মনমানসিকতা তৈরী করতে হবে (সাওয়াব বৃদ্ধির উপায়, পৃষ্ঠা)
* হযরত নাঈম বিন হিমাদ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আমাদের পিঠে চাবুকের মার খাওয়া আমাদের জন্য অতি সহজ কিন্তু নিয়্যত সংশোধন করা কঠিন (তাম্বিহুল মুগতারিন, ২৫ পৃষ্ঠা) * হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ বললেন: বান্দার নিকট ভালো নিয়্যতের উপর পুরুস্কার দেয়া হয় যাদেরকে ভালো আমলের জন্য নেয়া হয় না কেননা নিয়্যতের মাধ্য রিয়াকার হয় না

(জাহান্নামে নিয়ে যাওয়ার মত কাজ, /১৫২)

    বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দুটি কিতাব বাহারে শরীয়াত১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব সুন্নাত আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা ১০১ মাদানী ফুল ১৬৩ মাদানী ফুলহাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد