Maa Ki Dua Ka Asar

Book Name:Maa Ki Dua Ka Asar

এবং সর্বদা তাঁদের দোয়া অর্জনের তৌফিক দান করুন اٰمِـيـن بِجا هِ النَّبِىِّ الْاَمِيْن  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় সুন্নাত আদব বয়ান করার সৌভাগ্য অর্জন করছি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم  ইরশাদ করেন: যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসলো সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে (মিশকাতুল মাসাবীহ, ২য় খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫)

সুন্নাতে করেঁ দ্বীন কা হাম কাম করে,

নেক হো জায়ে মুসলমান মদীনে ওয়ালে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

নিয়্যতের সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী বোনেরা! আনুস! নিয়্যতের সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। শুরুতে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন। (১) ইরশাদ করেন: اِنَّمَا الاَعْمَالُ بِالنِّیَّات অর্থাৎ নিয়্যতের উপর আমলের নির্ভর। (বুখারী, ১/৫, হাদীস: ১) (২) ইরশাদ করেন: نِیَّۃُ الْمُؤْمِنِ خَیْرٌ مِّنْ عَمَلِہٖ অর্থাৎ মুসলমানের নিয়্যত তার আমল অপেক্ষা উত্তম। (মুজামে কাবির লিত তবরানী, ৬/১৮৫, হাদীস: ৫৯৬৬) * প্রত্যেক জায়েয কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করা যেতে পারে। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * ভালো নিয়্যত ছাড়া কোন নেক কাজের সাওয়াব পাওয়া যায় না। (সাওয়াব বৃদ্ধির উপায়, ৩ পৃষ্ঠা) উত্তম আমলে ভালো নিয়্যতের অর্থ এটা যে অন্তরের দিকে ধ্যন করে এই আমল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * নিয়্যত অন্তরের ইচ্ছাকে বলে, অন্তরে নিয়্যত তাকার সত্ত্বেও মুখে উচ্চারণ কারা অধিক উত্তম। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * নিয়্যত দ্বারা ইবাদতকে একটি অপরটি থেকে পৃথক করা বা ইবাদত ও অভ্যাসের মাঝে পার্থক্য করা উদেশ্য হয়ে থাকে। (বাহারে নিয়্যত, ১১ পৃষ্ঠা) * অন্তরে নিয়্যত না থাকলে মুখে শব্দ উচ্চারণ করা দ্বারা নিয়্যত হবে না। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * যে ভালো নিয়্যতের উভ্যাস্ত নয় তার শুরুতে কষ্ট