Book Name:Maa Ki Dua Ka Asar
এবং সর্বদা তাঁদের দোয়া অর্জনের তৌফিক দান করুন। اٰمِـيـن بِجا هِ النَّبِىِّ الْاَمِيْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! বয়ান শেষ করার পূর্বে সুন্নাতের ফযীলত এবং কতিপয় “সুন্নাত ও আদব” বয়ান করার সৌভাগ্য অর্জন করছি। হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালবাসলো সে (মূলত) আমাকে ভালবাসলো আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।” (মিশকাতুল মাসাবীহ, ২য় খন্ড, ৫৫ পৃষ্ঠা, হাদীস-১৭৫)
সুন্নাতে আ’ম করেঁ দ্বীন কা হাম কাম করে,
নেক হো জায়ে মুসলমান মদীনে ওয়ালে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! আনুস! নিয়্যতের সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শুনার সৌভাগ্য অর্জন করি। শুরুতে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ২টি বাণী লক্ষ্য করুন। (১) ইরশাদ করেন: اِنَّمَا الاَعْمَالُ بِالنِّیَّات অর্থাৎ নিয়্যতের উপর আমলের নির্ভর। (বুখারী, ১/৫, হাদীস: ১) (২) ইরশাদ করেন: نِیَّۃُ الْمُؤْمِنِ خَیْرٌ مِّنْ عَمَلِہٖ অর্থাৎ মুসলমানের নিয়্যত তার আমল অপেক্ষা উত্তম। (মুজামে কাবির লিত তবরানী, ৬/১৮৫, হাদীস: ৫৯৬৬) * প্রত্যেক জায়েয কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করা যেতে পারে। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * ভালো নিয়্যত ছাড়া কোন নেক কাজের সাওয়াব পাওয়া যায় না। (সাওয়াব বৃদ্ধির উপায়, ৩ পৃষ্ঠা) উত্তম আমলে ভালো নিয়্যতের অর্থ এটা যে অন্তরের দিকে ধ্যন করে এই আমল আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * নিয়্যত অন্তরের ইচ্ছাকে বলে, অন্তরে নিয়্যত তাকার সত্ত্বেও মুখে উচ্চারণ কারা অধিক উত্তম। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * নিয়্যত দ্বারা ইবাদতকে একটি অপরটি থেকে পৃথক করা বা ইবাদত ও অভ্যাসের মাঝে পার্থক্য করা উদেশ্য হয়ে থাকে। (বাহারে নিয়্যত, ১১ পৃষ্ঠা) * অন্তরে নিয়্যত না থাকলে মুখে শব্দ উচ্চারণ করা দ্বারা নিয়্যত হবে না। (বাহারে নিয়্যত, ১০ পৃষ্ঠা) * যে ভালো নিয়্যতের উভ্যাস্ত নয় তার শুরুতে কষ্ট