Ghos e Pak ki Naseehatain

Book Name:Ghos e Pak ki Naseehatain

বর্ণনাকারী বলেন: ফকির তখনো তার কথা শেষ করেনি যে, এক ব্যক্তি গাউসিয়্যতের দরবারে উপস্থিত হল সে গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর খেদমতে একটি থলে উপহার হিসেবে প্রদান করল এই থলিতে ৩০ দিনার (অর্থাৎ সোনার মুদ্রা) ছিল গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সেই ৩০ দিনার ওই গরীবকে দিয়ে বললেন: এই সকল দিনার মাঝিকে দিয়ে দাও এবং বলো যে, সে যেন ভবিষ্যতে কোনো গরীবকে নদী পার করে দিতে অস্বীকার না করে (বাহজাতুল আসরার, পৃ: ১৯৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

(উপদেশ: ): জীবনকে গণিমত জানো...!

৫৪৪ হিজরীর ১০ই শাওয়ালুল মোকাররম, রবিবার দিন ছিল সকালে হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মাদরাসায় বয়ান করেন এবং এই বয়ানের সূচনা তিনি একটি হাদীস শরীফ দিয়ে করেন তিনি বলেন:

আল্লাহ পাকের নবী, রাসূলে হাশেমি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ فُتِحَ لَہٗ بَابٌ مِّنْ خَیْرٍ যার জন্য কল্যাণের দরজা খুলে দেওয়া হয়, فَلْیَنْتَہِزْہُ তার উচিত যে, সে ঝাঁপিয়ে পড়ে কল্যাণের সেই দরজায় প্রবেশ করা, فَاِنَّہٗ لَا یَدْرِیْ مَتیٰ یُغْلَقُ عَلَیْہِ কারণ সে জানে না যে, এই দরজা তার জন্য কখন বন্ধ করে দেওয়া হবে (যুহুদ লিইবনে মুবারক, পৃ: ৭৬, হাদীস ১১৭)

ই হাদীস শরীফ বর্ণনা করার পর হুযুর গাউসে পাক, শায়খ আব্দুল কাদের জিলানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হে মানুষেরা...! ঝাঁপিয়ে পড়ো...! যতক্ষণ জীবনের দরজা খোলা আছে, নিজেদের শ্বাস-প্রশ্বাসকে গণিমত জানো, শীঘ্রই এই দরজা বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ তোমাদের শক্তি ও সাহস আছে, নেক আমলকে গণিমত জানো! যতক্ষণ তাওবার দরজা খোলা আছে, তাকে গণিমত জানো! দোয়ার দরজা খোলা আছে, দোয়া করাকে