Book Name:Ghos e Pak ki Naseehatain
আসুন! হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর এই প্রভাবময় বয়ান থেকে জ্ঞান ও প্রজ্ঞার এবং উপদেশের মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি:
(উপদেশ: ২): আল্লাহ পাকের প্রিয় বানানোর আমল
৫৪৪ হিজরীর জামাদিউল আখির মাসের ১১ তারিখে হুযুর গাউসে আযম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর মাদরাসায় বয়ান করেন। এ সময় তিনি বলেন: হে ধনীরা! যদি দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাও, তাহলে তোমাদের সম্পদ দ্বারা গরীবদের প্রতি সহানুভূতি প্রদর্শন কর! অতঃপর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একটি হাদীস শরীফ বর্ণনা করেন: (ফতুহর রহমান, পৃ: ১২৭) আল্লাহ পাকের শেষ নবী, রাসূলে হাশেমি صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ আল্লাহ পাকের পরিবার। আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় সে, যে আল্লাহ পাকের পরিবারের বেশি উপকার করে। (মওসুআতু ইবনে আবিদ দুনিয়া, ৪/১৫৯, হাদীস ২৪)
গাউসে পাকের বরকতময় বয়ানের ব্যাখ্যা: عِیَال (ইয়াল) শব্দটি عَوْل (আউল) থেকে এসেছে, এর অর্থ হলো মুখাপেক্ষীতা। যেসব মানুষের খরচাদি ব্যক্তির উপর আবশ্যক, যেমন; স্ত্রী, সন্তান ইত্যাদি, তারা ব্যক্তির আয়াল হিসেবে পরিচিত। হুযুর গাউসে পাক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর বয়ানে যে হাদীস শরীফ উল্লেখ করেছেন, তাতে সমস্ত মানুষকে আল্লাহ পাকের আয়াল বলা হয়েছে। এর অর্থ হলো, সমস্ত মানুষ আল্লাহ পাকের বান্দা, তাঁর মুখাপেক্ষী। আল্লাহ পাক সবার রিযিকের দায়িত্ব তাঁর মহান অনুগ্রহে গ্রহণ করেছেন। আল্লাহ পাক সবাইকে রিযিক দেন, সবাইকে প্রতিপালন করেন। আর আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় এবং মাহবুব সে, যে আল্লাহ পাকের আয়ালদের (অর্থাৎ বান্দাদের) বেশি উপকার করে। আল্লামা মুনাভী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: মানুষকে নেকীর দাওয়াত দেওয়া, আল্লাহ পাকের পথের দিকে