Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
না, বরং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। (মিরআতুল মানাজীহ, ৭/১১২) * লালসা খুবই খারাপ (স্বভাব) এবং অত্যন্ত খারাপ (অভ্যাস)। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দাকে যে রিযিক, নিয়ামত এবং ধন-সম্পদ বা (অর্থাৎ ইজ্জত ও মর্যাদা) পায়), তার উপর রাজি হয়ে কানা'আত করে নেওয়া উচিত। (জান্নাতী যেওর, পৃ.১১০, সংক্ষেপে) * যার লোলুপ দৃষ্টি মানুষের কব্জায় থাকা মালের দিকে দেখতে থাকে, সে সবসময় (দুঃখিত) থাকবে। (রিসালা-ই-কুশায়রিয়া, পৃ. ১৯৮) * বাল'আম ইবনে বা'উরা যে একজন (অনেক বড়) আলেম এবং (যার দুআ কবুল হতো) ছিল, (লোভ) ও লালসা তাকে দুনিয়া ও আখেরাতে ধ্বংস ও বরবাদ করে দিয়েছে। (মালফুজাতে আ'লা হযরত, পৃ. ৩৬৭, সংক্ষেপে) * আল্লাহ পাক বলেন: সেই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি সম্পদশালী, যে আমার দেওয়া জিনিসের উপর সবচেয়ে বেশি কানা'আত করে। (ইবনে আসাকির,, ৬১/১৩৯, সংক্ষেপে) * যদি মানুষের কাছে সম্পদের দুটি উপত্যকাও থাকে, তবুও সে তৃতীয় উপত্যকার আকাঙ্ক্ষা করবে এবং আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কোনো কিছুই ভরতে পারে না।
(মুসলিম, পৃ.৪০৪,, হাদীস: ২৪১৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়ত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد