Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
করতে করতে এই মানসিকতা তৈরি করুন যে, আমার উপর যে বিপদ এসেছে, তা আমার খারাপ আমলের ফল। যেমন, পারা ২৫, সূরা আশ-শূরার ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:
وَ مَاۤ اَصَابَکُمْ مِّنْ مُّصِیْبَۃٍ فَبِمَا کَسَبَتْ اَیْدِیْکُمْ وَ یَعْفُوْا عَنْ کَثِیْرٍ
(পারা ২৫, আশ শূরা, আয়াত ৩০) কানযুল ঈমানের অনুবাদ: এবং তোমাদেরকে যে মুসীবত স্পর্শ করেছে তা তারই কারণে, যা তোমাদের হাতগুলো উপার্জন করেছে , এবং বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন ।
বর্ণিত আয়াতে মুকাদ্দাসার অধীনে সদরুল আফাযিল হযরত আল্লামা মাওলানা সাইয়্যিদ মুফতী মুহাম্মদ নঈমুদ্দীন মুরাদাবাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: এই (সম্বোধন) (সেই) মু'মিন আকেল-বালেগ মুসলমানদের প্রতি, যাদের থেকে গুনাহ হয়। উদ্দেশ্য হলো, দুনিয়াতে যে কষ্ট ও বিপদ মু'মিনদের কাছে পৌঁছায়, প্রায়শই তার কারণ তাদের গুনাহ হয়। এই কষ্টগুলোকে আল্লাহ পাক তাদের গুনাহের কাফফারা বানিয়ে দেন এবং কখনো মু'মিনের কষ্ট তার মর্যাদা বৃদ্ধির জন্য হয়।
(৮) বিপদের উপর ধৈর্যধারণের মানসিকতা তৈরির একটি উপায় এটাও যে, আমরা প্রতিনিয়ত মাকতাবাতুল মদীনা থেকে প্রকাশিত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এবং আল মদীনাতুল ইলমিয়া এর কিতাব ও পুস্তিকাসমূহ নিজেদের পাঠে রাখব বা কারো মাধ্যমে শুনতে থাকব। কারণ এই কিতাব ও পুস্তিকাসমূহে বিপদের উপর ধৈর্যের সাথে সম্পর্কিত অনেক হাদীস, শিক্ষামূলক কাহিনী, আল্লাহ ওয়ালাদের ইরশাদ এবং উপদেশমূলক ঘটনা (বিদ্যমান) রয়েছে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد