Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?

Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?

() আহত হয়েই হেসে উঠলেন

হযরত ফাতহ মুসিলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্মানিতা স্ত্রী رَحْمَۃُ اللهِ عَلَیْہَا একবার জোরে পড়ে গেলেন, যার ফলে নখ (Nail) ভেঙে গেল কিন্তু ব্যথায় চিৎকার করে "হায়!", "ওহ!" ইত্যাদি বলার পরিবর্তে তিনি হাসতে লাগলেন! কেউ জিজ্ঞাসা করল: ক্ষত , কি ব্যথা হচ্ছে না? তিনি বললেন: ধৈর্যের বিনিময়ে প্রাপ্ত সওয়াবের খুশিতে আমার আঘাতের কষ্টের খেয়ালই আসছে না (কিমিয়ায়ে সা'আদাত, /৭৮২)

() ছেলের মৃত্যুতে মুচকি হাসি

সিলসিলা--আলিয়া চিশতিয়ার মহান বুজুর্গ হযরত ফুযাইল বিন আয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে কখনো কেউ হাসতে দেখেনি কিন্তু যেদিন তাঁর
رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাহেবজাদা হযরত আলী বিন ফুযাইল رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ইন্তেকাল হলো, সেদিন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাসতে লাগলেন লোকেরা আরজ করল: এটা খুশির কোন সুযোগ যে, আপনি হাসছেন? তিনি বললেন: আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপর রাজি হয়ে হাসছি, কারণ আল্লাহ পাকের সন্তুষ্টির কারণেই আমার ছেলে মারা গেছে রবের পছন্দই আমার পছন্দ

(তাযকিরাতুল আউলিয়া, /৮৬-৮৭, সংক্ষেপে)

() আমি কি খুশি, না দুঃখিত?

হযরত মুতাররিফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ছেলে মারা গেল লোকেরা তাঁকে খুব খুশি দেখল এবং বলল: কী ব্যাপার, আপনি দুঃখিত হওয়ার পরিবর্তে খুশি দেখাচ্ছেন? তিনি বললেন: যখন আমি এই (আঘাত) বা Shock এর উপর ধৈর্যের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে দরূদ, রহমত এবং হিদায়াতের সুসংবাদ পেয়েছি, তখন আমি খুশি হব না দুঃখিত হব?

(মুখতাসার মিনহাজুল কাসিদিন, পৃ. ৩২২)