Book Name:Musibaton Par Sabr Ka Zehen Kaise Banye?
যায়, যা নিজেই একটি (অনেক বড়) বিপদ। সুতরাং, বিপদ যত বড়ই হোক বা ছোট, আমাদের উচিত ধৈর্যের (আঁচল) দৃঢ়ভাবে ধরে রাখা এবং এমন পদ্ধতি অবলম্বন করা, যার বরকতে আমাদের অধৈর্যতা থেকে (মুক্তি মেলে), আমরা বিপদের মোকাবিলা করতে সফল হই এবং আমাদের (গণনা)ও বিপদগ্রস্ত অবস্থায় ধৈর্য ও শুকরিয়া আদায়কারী সৌভাগ্যবানদের মধ্যে হতে শুরু করে। বিপদের উপর ধৈর্যধারণের মানসিকতা তৈরির জন্য কয়েকটি উপায় (উপস্থাপন করা) হলো। আসুন! এগুলো মনোযোগ দিয়ে শুনে এর উপর আমল করার নিয়্যত করি:
বিপদের উপর ধৈর্য ধারণের মানসিকতা তৈরির ৮টি উপায়
(১) যখনই কোনো বিপদ ও পেরেশানি আসে, আমাদের ঘাবড়ে গিয়ে রবের দরবারে (প্রত্যাবর্তন) করে অধিক পরিমাণে তওবা ও ইস্তেগফার করা উচিত। মুখে তো বটেই, মনেও এমন কথা আনা উচিত নয় যে, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো সবার সাথে ভালো ব্যবহার করি, (অবশেষে) আমার দ্বারা এমন কী ভুল হয়েছে যার শাস্তি আমি পাচ্ছি! এমন মূর্খ্য ভরা কথা ভাবার পরিবর্তে (নম্রতা) ভরা মানসিকতা তৈরি করা উচিত, নিজেকে গুনাহগার মনে করে সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত যে, আমি তো কঠিনতম অপরাধী হওয়ার কারণে (কঠোর) শাস্তির যোগ্য, আমার উপর আসা বিপদ যদি আমার গুনাহের শাস্তি হয়, তবে আমি খুবই সস্তায় ছাড়া পাচ্ছি, নতুবা দুনিয়ার পরিবর্তে আখেরাতে জাহান্নামের শাস্তি পেলে আমি কোথাও থাকব না।
(২) রাসূলে আকরম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর মোবারক সাহাবী عَلَیْہِمُ الرِّضْوَان দের উপর চালানো অত্যাচার এবং পরীক্ষার কথা স্মরণ করাও বিপদের উপর ধৈর্যধারণের মানসিকতা তৈরিতে অত্যন্ত (উপকারী)। রাসূল আকরম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এবং তাঁর