Gaflat Ka Anjam

Book Name:Gaflat Ka Anjam

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

উদাসীনতার কার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বাস্তবিকই যে ব্যক্তি দুনিয়াবী নেয়ামতের মধ্যে অন্তর লাগিয়ে দেয় সে তার আখিরাতের ব্যাপারে উদাসীনতার স্বীকার হয়ে যায় উদাসীনতা বান্দাকে গোনাহের ব্যাপারে দুঃসাহসী করে দেয় উদাসীনতা বান্দাকে নেকী থেকে বিরত রাখে উদাসীনতা (Carelessness) আল্লাহ পাকের অসন্তুষ্টির কার হয় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে অসংখ্য নেয়ামত দান করেছেন ভালো ব্যবসা চাকরী আল্লাহ পাকের নেয়ামত, জাকজমক পূর্ণ ঘর এবং তাতে অঢেল সুযোগ সুবিধা নেয়ামত, উন্নত আরোহীও মহান নেয়ামত, মা বাবার জন্য সন্তানও নেয়ামত তবে মনে রাখবেন! যে কোন দুনিয়াবী নেয়ামতে প্রয়োজনের চেয়ে বেশি মগ্ন হওয়া উদাসীনতা এবং ক্ষতির কার যেমনিভাবে ২৮ পারায় সূরা মুনাফিকুনের নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন:

یٰۤاَیُّہَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُلْہِکُمْ اَمْوَالُکُمْ وَ لَاۤ اَوْلَادُکُمْ عَنْ ذِکْرِ اللّٰہِ ۚ وَ مَنْ یَّفْعَلْ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الْخٰسِرُوْنَ

(পারা: ২৮, সূরা: মুনাফিকুন, আয়াত: ৯)             কানযুল ঈমানের অনুবাদ: হে ঈমানদারগ! তোমাদের ধন-সম্পদ না তোমাদের সন্তান -সন্ততি কোন কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে এবং যে কেউ তেমন করে তবে সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে

 

    এই আয়াতে মুবারাকায় ঈমাদারদেরকে নসীহত করা হচ্ছে যে, হে ঈমানদারগ! মুনাফিকদের মত তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ পাকের স্মরণ থেকে উদাসীন না করে, আর যে এমন করবে যে, দুনিয়াতে ব্যস্ত হয়ে দ্বীনকে ভুলে যাবে, সম্পদের ভালোবাসায় নিজের অবস্থার পরওয়া করবে না, আনন্দের জন্য আখিরাত থেকে উদাসীন থাকবে, তবে এই ধরনের লোক ক্ষতিগ্রস্ত কার তারা ক্ষস্থায়ী দুনিয়ার পিছনে আখিরাতের ঘরের চিরস্থায়ী নেয়ামতের পরওয়া করেনি

(খাযেন, আল মুনাফিকুন, আয়াত: , /২৭৪) মাদারেক, আলা মুনাফিকুন, আয়াত: , ১২৪৫ পৃষ্ঠা)

    আফসো! শত আফসো! আজ আমাদের মুসলমানদের আমলের অবস্থা বড়ই নাজুক হতে চলেছে সম্পদ বাড়ানোর ধ্যানে মগ্ন এবং সম্পদে উপার্জনের জন্য আমরা