Gaflat Ka Anjam

Book Name:Gaflat Ka Anjam

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

() বুযুর্গানে দ্বীনের জীবনী অধ্যয়ন করা:

    অলসতা গুনাহে ভরা জীবন থেকে পরিত্রাণ পেতে, নেকীর কাজের অনুগত হতে, কুরআন সুন্নাহ অনুসারে জীবন অতিবাহিত করতে একটি পন্থা হল বুযুর্গানে দ্বীনের জীবনী মুবারক অধ্যয়ন করা এবং তাদের জীবনী এবং কার্যকলাপ অনুসারে আমল করাও কেননা আমাদের বুযুর্গানে দ্বীনগ সব সময় আল্লাহ পাকের ইবাদত এবং আখিরাতের চিন্তায় বিভোর থাকতেন এমনই এক বুযুর্গ যার ইলম আমল, কার্যকলাপ জীবনী মুবারক অধ্যয়ন করার মাধ্যমে অলসতা থেকে বেঁচে আখিরাতের চিন্তা নসীব হয়, ওই বুযুর্গ আমলধারী আলেমে দ্বীন, সূফী সাধক হুজ্জাতুল ইসলাম হযরত ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মুবারক সত্তাও, যার প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের স্মরণ আখিরাতের চিন্তায় অতিবাহিত তো, তিনি তাঁর ইলম যোগ্যতার মাধ্যমে এমন এমন কীর্তি সাধন করেছেন যে, তাঁর শিক্ষার মাধ্যমে আজও ইসলামী জগৎ আলোকিত হয়ে রয়েছে তাঁর মুবারক জীবনী মাধ্যমে উম্মতে মুসলিমা আল্লাহ পাকের অনুসরণ, সুন্নাতের অনুসরণ, তাকওয়া, পরহেযগারীতা এবং অন্যান্য আরো অনেক নেক অভ্যাস গড়ে তোলার স্পৃহা পাওয়া যায় আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার এবং অলসতা থেকে বাঁচার তাওফিক দান করুক

اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖیْن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

 

 

 

২৮ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! অলসতা পূর্ণ জীবন থেকে পরিত্রাণ পেতে, গুনাহ থেকে বাঁচতে, নেকীর উপর স্থায়িত্ব পেতে এবং তাওবা ইস্তিগফারের মানসিকতা পাওয়ার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হয়ে যান এবং জেলী হালকার ১২ মাদানী কাজের খুব অংশগ্রহণ করুন اِنْ شآءَ الله এর বরকতে দিন দুনিয়ার অসংখ্য কল্যান নসীব হবে জেলি হালকার ১২ মাদানী কাজের মধ্যে একটি দ্বীনি কাজ নেক আমল পুস্তিকার খালি ঘর পূর (Fill) করা শায়খে রীকত মীরে আহলে সুন্নাত এর প্রদত্ত ৭২ নেক আমলের মধ্যে থেকে একটি নেক আমল নাম্বা ২৮