Book Name:Gaflat Ka Anjam
ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ৮ মে ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
* হাতের নখ কাটার বর্ণিত পদ্ধতির সারাংশ উপস্থাপন করা হলো: প্রথমে ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে নিয়ম অনুসারে কনিষ্ট আঙ্গুল অর্থাৎ ছোট আঙ্গুল সহ নখ কাটবে কিন্তু বৃদ্ধ আঙ্গুল রেখে দিবে। এবার বাম হাতের ছোট আঙ্গুল থেকে শুরু করে নিয়ম অনুসারে বৃদ্ধাঙ্গুলসহ নখ কাটবে। এবার শেষে ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ কাটবে। (দুররে মুখতার, ৯/৬৭০, ইহয়াউল উলুম,১/১৯৩) * পায়ের আঙ্গুলের নখ কাটার কোন নিয়ম নেই, উত্তম হলো ডান পায়ের ছোট আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ব আঙ্গুল সহ নিয়ম অনুসারে নখ কেটে নিন এরপর বাম পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু করে ছোট আঙ্গুল সহ নখ কেটে নিন। (প্রাগুক্ত) * নাপাকী অবস্থায় (অর্থাৎ গোসল ফরজ হওয়ার ক্ষেত্রে) নখ কাটা মাকরূহ। (আলমগীরি,৫/৩৫৮) * দাঁত দ্বারা নখ কাটা মাকরূহ আর এর দ্বারা শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। (প্রাগুক্ত) * নখ কাটার পর সেগুলো দাফন করে দিন আর যদি সেগুলো ফেলে দেন তাতেও কোন অসুবিধা নেই। (প্রাগুক্ত)