Book Name:Namaz Ki Ahmiyat
আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ’র প্রশ্নত্তোর অনুষ্ঠান মাদানী মুযাকারা।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হে আশিকানে রাসূল! আসুন! ইতিকাফের কিছু সুন্নাত ও আদব শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে ২টি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ’র বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: যে ব্যক্তি ঈমান সহকারে সাওয়াব অর্জনের নিয়্যতে ইতিকাফ করলো তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (জামে সগির, ৫১৬, হাদীস: ৮৪৮০) (২) ইরশাদ করেন: যে রমযানুল মোবারকে ১০ দিন ইতিকাফ করলো সে এমনই যেন দুইটি হজ্ব ও ওমরা করেছে। (শুয়াবুল ঈমান, ৩/৪২৫ পৃষ্ঠা, হাদীস: ৩৯৬৬) * রমযানুল মোবারকের শেষ দশদিন ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদায়ে আলাল কিফায়া অর্থাৎ যদি সকলে বর্জন করে তো সকলে গুনাহগার হবে আর যদি একজনও আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। (ফয়যানে সুন্নাত, ২৩৫ পৃষ্ঠা)
ঘোষণা
ইতিকাফের অবশিষ্ট মাদানী ফুল তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং সেই মাদানী ফুল সমূহ জানতে তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশ গ্রহণ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
দা’ওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
(১) বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:
اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ
الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ