Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

ভুল থেকে বাঁচাতে, তা আদায়ের সঠিক পদ্ধতি শিখতে এবং নামাযের প্রয়োজনীয় মাসআলা জানতে শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নামাযের আহকাম কিতাবটি অধ্যয়ন করুন এবং মাদানী কাফেলায় সফর করুন, এছাড়াও সাত () দিনের ফয়যানে নামায কোর্স করাও খুবই উপকারী তাছাড়াও আশিকানে রাসূলের মাদানী সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে এর বিভাগ সমূহে নিজের খেদমতও পেশ করুন

রমযান ইতিকাফ বিভাগ:

    রমযানের ইতিকাফ আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর প্রিয় সুন্নাত। اَلْحَمْدُ لله! নবী করিম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর পছন্দনীয় কৃত আমলটি করার জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় পাকিস্থানে বরং পৃথিবীর বিভিন্ন দেশে অসংখ্য মসজদিসমূহে পুরো রমযান এবং শেষ দশদিনে সম্মিলিত ইতিকাফ”র ব্যবস্থা করা হয়, এজন্য একটি পরিপূর্ণ বিভাগ তথা রমযান ইতিকাফ” গঠন করা হয়েছে এই বিভাগের দায়িত্ব হলো সম্মিলিত ইতিকাফে পুরো মাস রূটিন অনুয়ায়ী অতিবাহিত করা, যেটাতে পাঁচ ওয়াক্ত নামায নিয়মিতভাবে আদায় করার পাশাপাশি, তাহাজ্জুদের নামায, ইশরাক ও চাশতের নামায, আওয়াবিনের নামায এবং সালাতুত তাওবার নামায আদায় করা, ইতিকাফকারী ইসলামী ভাইদের অযু, গোসল, নামায ও অন্যান্য প্রয়োজনীয় আহকাম শিখানো, বিভিন্ন সুন্নাত ও দোয়া মুখস্থ করানো, এছাড়াও মাঝে মধ্যে অভিজ্ঞ মুবাল্লিগদের সুন্নাতে ভরা ঈমান উদ্দীপক বয়ানের ব্যবস্থাও হয়ে থাকে, ইফতারের সময় কান্না করে করে মুনাজাত এবং দোয়ার দৃশ্য দেখার মতো হয়ে থাকে এবং সবচেয়ে বড় কথা হলো এটা যে শায়খে তরীকত