Book Name:Namaz Ki Ahmiyat
মর্যাদা বৃদ্ধি করে দেয়া হয়, নামাযীকে কিয়ামতের দিন নিরাপত্তার সহিত জান্নাতে প্রবেশ করানো হবে, নামায দ্বারা গুনাহ ঝরে যায়, নামায গুনাহের ময়লা আবর্জনাকে ধুয়ে দেয়, এক নামায ও পূর্ববর্তী নামাযের মধ্যখানে সংগঠিত হওয়া গুনাহসমূহ মুছে দেয়, নামাযী কল্যাণের সহিত রাত অতিবাহিত করে, নামায অকল্যাণকে মিটিয়ে দেয়, নামাযী জান্নাতে প্রবেশ করবে, নামাযীর জন্য নিষ্পাপ ফেরেশতারা আল্লাহ পাকের নিকট মাগফিরাতের সুপারিশ করে থাকে, নামাযী আল্লাহ পাকের নিরাপত্তায় অর্থাৎ হেফাযতে থাকে, নামায, নামাযীর জন্য নিরাপত্তার দোয়া করতে থাকে, নামাযীই পরিপূর্ণ মুমিন, নামাযীকে পুরোপুরি প্রতিদান দেয়া হবে, নামায শয়তানকে অপদস্ত করে।
তো আসুন! মিলেমিশে নিয়্যত করি যে, আজ থেকে আমাদের কোন নামায কাযা হবে না اِنْ شَآءَ الله পাঁচ ওয়াক্ত নামায জামআত সহকারে মসজিদের প্রথম সারিতে আদায় করবো اِنْ شَآءَ الله অপরকেও নামাযের উৎসাহ প্রদান করবো اِنْ شَآءَ الله মসজিদ পরিপূর্ণ রাখবো اِنْ شَآءَ الله মসজিদ ভরা কার্যক্রম পরিচালনা করবো اِنْ شَآءَ الله এবং এই প্রেরণা গ্রহণের জন্য আশিকানে রাসূলের দ্বীনি সংগঠন দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত থেকে যেলী হালকার ১২টি দ্বীনি কাজে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করবো اِنْ شَآءَ الله নেক আমলের উপর আমল এবং মাদানী কাফেলায় সফর করতে থাকবো। اِنْ شَآءَ الله
নেক আমল নং ৩৩ এর প্রতি উৎসাহ প্রদান
প্রিয় ইসলামী ভাইয়েরা! রমযানুল মোবারকের পবিত্র মাস শুরু হয়েগেছে এই মোবারক মাসের বরকত পেতে এবং এটাকে নেকীর মধ্যে অতিবাহিত করার জন্য দা’ওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান এবং ১২ দ্বীনি কাজের মধ্যে