Namaz Ki Ahmiyat

Book Name:Namaz Ki Ahmiyat

নামাযের মধ্যবর্তী সময়ে গুনাহ হয়ে যায় তবে অপর নামায এই গুনাহের কাফফারা হয়ে যায়, অর্থাৎ দুই নামাযের মধ্যবর্তী যেসকল গুনাহ হয়ে যায় আল্লাহ পাক তা ক্ষমা করে দেন

    হযরত হারিছ رَضِیَ اللهُ عَنْہُ বর্ণনা করেন যে, হযরত ওসমান رَضِیَ اللهُ عَنْہُ একদিন উপবিষ্ট ছিলেন এবং আমরাও বসা ছিলাম, এমন সময় মুয়াজ্জিন এসে গেলো, হযরত ওসমান رَضِیَ اللهُ عَنْہُ পানি আনিয়ে ওযু করলেন, অতঃপর বললেন যে, আমি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এভাবে ওযু করতে দেখেছি এবং আমি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে এরূপ ইরশাদ করতেও শুনেছি যে, যে ব্যক্তি আমার এই ওযুর ন্যায় ওযু করবে অতঃপর যোহরের নামায পড়ে নিবে তবে আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন অর্থাৎ সেই গুনাহ যা ফজরের নামায এবং এই যোহরের নামাযের মধ্যখানে হয়েছে, অতঃপর যখন আসরের নামায পড়ে তবে যোহর আসরের মধ্যখানের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়, অতঃপর যখন মাগরিবের নামায পড়ে তখন আসর মাগরীবের মধ্যখানের গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়, অতঃপর এশার পড়ে তখন এর এবং মাগরিবের মধ্যখানের গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হয়, অতঃপর যদিওবা সে রাতে ঘুমিয়েই কাটিয়ে দেয় অতঃপর যখন উঠে ওযু করে এবং ফজরের নামায পড়ে তবে এশা এবং ফজরের মধ্যবর্তী গুনাহ সমূহের ক্ষমা হয়ে যায় এবং এটিই সেই নেকী যা গুনাহ সমূহকে দূর করে দেয় (আল আহাদীসিল মুখতার, /৪৫০, হাদীস নং-৩২৪)

নামাযে শিফা রয়েছে

    হে আশিকানে রাসুল! যে সৌভাগ্যবানরা পাঁচ ওয়াক্ত নামায আদায় করে আল্লাহ পাক এর বরকতে তাদেরকে রোগ বালাই থেকে শিফা দান করেন। আজ আমাদের এখানে এমনসব নতুন নতুন রোগের প্রকাশ হচ্ছে, যা এর পূর্বে নামও শুনিনি, এর চিকিৎসার জন্য লাখো টাকা খরচ করার পরও রোগ বাড়তেই