Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

    আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: যেই বান্দা এই অভ্যাস করে নিবে, তাকে আল্লাহ পাকের যিকির দ্বারা মুখ সতেজকারীদের মধ্যে গণ্য করা হবে (জামেউল উলুম ওয়াল হিকম, ৪৫৭ থেকে ৪৬০ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! বয়ানের সমাপ্তিতে সুন্নাতের ফযীলত কয়েকটি আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি নবীয়ে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: مَنْ اَحَبَّ سُنَّتِیْ فَـقَدْ اَحَبَّنِیْ وَ مَنْ اَحَبَّنِیْ کَانَ مَعِیَ فِی الْجَنَّۃِ অর্থাৎ যে আমার সুন্নাতকে ভালবাসল সে (মূলত) আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল, সে আমার সাথে জান্নাতে থাকবে

(মিশকাত, / ৫৫, হাদীস: ১৭৫)

সিনা তেরি কা মদীনা বনে আক্বা!

জান্নাত মে পড়োসী মুঝে তুম আপনা বানানা

যিকির ও দরূদের মাদানী ফুল

    প্রিয় ইসলামী বোনেরা! আসুন! যিকির ও দরূদের কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর ২টি বাণী শ্রবণ করি: (১) ইরশাদ করেন: নিজ প্রতিপালকের যিকির আদায়কারী ও অনাদায়কারীর উদাহরণ জীবিত ও মৃতের মতো। (বুখারী, ৪/২২০, হাদীস: ৬৪০৭) (২) ইরশাদ করলেন: কিয়ামতের দিন লোকদের মধ্য হতে আমার নিকটবর্তী সে হবে, যে দুনিয়াতে আমার উপর অধিকহারে দরূদ পাঠ করেছে। (তিরমিযি, ২/২৭, হাদীস: ৪৮৪) * আল্লাহর যিকির সর্বদা রুহের খোরাক * অনেক আল্লাহর অলি তিন বছর পর্যন্ত পানি পান করেননি কিন্তু জীবিত রইলেন আল্লাহ পাকের যিকিরের কেমন বরকত। (মিরাতুল মানাজিহ, ৭/৩২০) * অধিকহারে আল্লাহ পাকের যিকির করো, আল্লাহ পাকের বিশেষ বান্দা হয়ে যাবে। (আ’রাবী কে সুওয়ালাত অর আরবী আক্বা কে জাওয়াবাত, ৩ পৃষ্ঠা) * হযরত সুলায়মান عَلَیْہِ السَّلَام বলেন: মোরগ বলে: اُذْکُرُوا اللهَ یَا غَافِلِیْن অর্থাৎ হে উদাসিনরা! আল্লাহর যিকির করো। (ফয়যুল কদীর, ১/৪৮৮ হাদীসের ব্যাখ্যা: ৬৯৫ পৃষ্ঠা) (প্রাগুক্ত: ৩৯ পৃষ্ঠা) * দরূদে পাক এমন আমল যে স্বয়ং আল্লাহ পাক করে থাকেন। (দরূদ ও সালামের সমাহার, ১৭ পৃষ্ঠা) * যদি এমন কোন কাজ থাকে যেটা আল্লাহ পাকেরও, ফেরেশতারাও করে থাকে এবং মুসলমানদেরকেও এটার নির্দেশ দেয়া হয় তো সেটা হলো শুধুমাত্র প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ