Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

পাকের যিকিরের দিকে মনোযোগ থাকবে, অতঃপর যেকোন জায়গায় গিয়ে সর্বদা যিকির আযকারে মশগুল থাকা যাবে

    اَلْحَمْدُ لِلّٰه! শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ নেকী অর্জনে খুবই আগ্রহী, একবার তিনি পাগড়ী বাঁধছিলেন, এর মধ্যে তাঁর মুখ নড়াচড়া করছিলো, জিজ্ঞাসা করাতে বললেন: আমি الله! الله! পাঠ করছিলাম, যাতে পাগড়ী পরিধানের পাশাপাশি আল্লাহ পাকের যিকিরও হয়ে যায় শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ একবার মাদানী মুযাকারায় বললেন: পান মুখে রেখে যিকির দরূদ (অর্থাৎ মুখে পান রেখে যিকির করা যায়না), এজন্য আমি পান খায়না

    سُبْحٰنَ الله! আল্লাহ পাকের নেককার বান্দাদের ধরনটাই ভিন্ন হয়ে থাকে আল্লাহ পাক আমাদেরকেও তাওফিক দান করুক, আমরা যেন অহেতুক কার্যাদি থেকে বেঁচে থাকি, মুখকে অহেতুক বলা থেকে বাঁচিয়ে রাখি, পান ইত্যাদির অভ্যাস থাকে তো তা বর্জন করা এবং সব সময় আল্লাহ পাকের যিকিরের মশগুল থাকার অভ্যাস করুন

অধিকহারে আল্লাহ পাকের যিকিরের জন্য

    আল্লামা ইবনে রজব হাম্বলী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ দিনের অধিকাংশ সময় আল্লাহ পাকের যিকির করে অতিবাহিত করার খুব সুন্দর ব্যবস্থাপনা উপহার দিয়েছেন, আসুন! সেটার সারাংশ শ্রবণ করি:

    * দিনে ও রাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয, নিশ্চয় নামাযও আল্লাহ পাকের যিকির, সুতরাং পাঁচ ওয়াক্ত নামায, আগে ও পরের সুন্নাত এবং নফল সহকারে আদায় করুন, এরদ্বারা আমাদের ২ থেকে দেড় ঘন্টা আল্লাহ পাকের যিকিরের মধ্যে অতিবাহিত হবে * এই পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যে ৩টি হলো: যেগুলোর মধ্যকার দূরত্ব অনেক বেশি, এশা থেকে ফজরের মধ্যবর্তী সময়, এইভাবে ফজর থেকে যোহর পর্যন্ত যথেষ্ট সময় থাকে, সুতরাং এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে কিছু নফল ইবাদতের অভ্যাস করুন, যদি নসীব হয়! রাতে ঘুমানোর পূর্বেও কিছু না কিছু নফল আদায় করতাম এবং হায়! যদি তাহাজ্জুদের অভ্যাস হয়েযেতো, এইভাবে ফজর ও যোহরের মধ্যবর্তী সময়ে ইশরাক ও চাশতের নফল রয়েছে, এই নফল নামাযও যদি নিয়মিত আদায় করা হতো। এটার