Yaad e Ilahi Aur Is Kay Tarika

Book Name:Yaad e Ilahi Aur Is Kay Tarika

থেকে রক্ত প্রবাহিত হতে লাগল, سُبْحٰنَ الله! তাঁর রক্ত যমিনের পড়লো তো সেটার দ্বারা الله লিখা হয়েগেলো

    আল্লাহ পাক আমাদেরকেও অধিকহারে আল্লাহ পাকের যিকির করার তাওফিক দান করুন اٰمِين بِجا هِ النَّبِىِّ الْاَمين صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

আল্লাহ পাকের যিকিরের অভ্যাস কিভাবে হবে?

    একবার আল্লাহ পাকের প্রিয় এক নবী হযরত মূসা عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকের দরবারে আরয করলেন: হে আল্লাহ পাক! আমি এমন ইবাদত করতে চায়! যেটাতে অনেক পরিশ্রম করতে হয় আল্লাহ পাক ইরশাদ করলেন: হে মূসা! উচ্চ আওয়াজে আমার যিকির করো

    এখন হযরত মূসা عَلَیْہِ السَّلَام তো আল্লাহ পাকের নবী, তিনি যখন আল্লাহ পাকের যিকির করলেন তো পরিশ্রম কি হওয়ার ছিলো, তাঁর অনেক স্বাদ অনূভব হলো, তিনি দ্বিতীয় দিন যিকির করলেন তো প্রথম দিনের চেয়েও বেশি স্বাদ অনূভব করলেন, এইভাবে তিনি যতই যিকির করতে রইলেন, স্বাদও বৃদ্ধি পেতে রইলো, তিনি আল্লাহ পাকের দরবারে আরয করলেন: হে আল্লাহ পাক! আমি তো এমন ইবাদত করতে চেয়েছিলাম যেটাতে প্রচুর পরিশ্রম করতে হয়, তোমার যিকিরে তো অনেক স্বাদ আল্লাহ পাক ইরশাদ করলেন: মূসা! এটাতো আপনার উপর দয়া যে আপনি আমার যিকিরের স্বাদ অনূভব করতে পারছেন, আর না হয় ফিরআউনকে দেখুন! সে তার মুকুট সিংহাসন, শক্তি বাদশাহী সবকিছু বরবাদ করে দিয়েছে, সমুদ্রে ডুবে যাওয়া তো গ্রহন করে নিয়েছে কিন্তু একবারও আমার নাম নিজের মুখে নিতে রাজি হলো না

(সাবআ সানাবিল, ২৬০ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী বোনেরা! বুঝা গেলো, আল্লাহ পাকের যিকিরের ফযীলত অনেক রয়েছে তবে এটার পাশাপাশি আল্লাহ পাকের যিকির পরিশম সম্পন্ন ইবাদতও বটে, যদি আমরা আল্লাহ পাকের যিকিরের অভ্যাস করতে চায় তবে সেটার জন্য আমাদেরকে অনেককিছু বর্জন করতে হবে * অহেতুক কথাবার্তা থেকে আমাদের মুখ হেফাযত করতে হবে * মন্দ স্বভাবও ছাড়তে হবে * সোশ্যাল মিডিয়ার ব্যবহার শুধুমাত্র প্রয়োজন সাপেক্ষে করতে হবেএরকম সব অহেতুক কার্যাদি পরিহার করতে হবে, তখনই আল্লাহ