Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি কোন জিনিসের আকাংখা রাখে, অতঃপর সেই আকাংখাকে দমিয়ে রেখে নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় তবে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন (ইন্তিহাফুস সাদাত লিযযুবাইদি, / ৭৭৯)

ইসারের (আত্মত্যাগ) সাওয়াব ফ্রিতে পাওয়ার ব্যবস্থা পত্র:

    হায়! আমাদেরও ইসারের সাওয়াব নসিব হতো, যদি খরচ করতে মন না চায় তাহলে খরচ করা ছাড়াও ইসারের অনেক সুযোগ পাওয়া যায় উদাহরণ স্বরূপ কোথাও দাওয়াতে গেলেন সবার জন্য খাবার দেয়া হলো তখন আমরা ভালো মাংসের টুকরা ইত্যাদি এই জন্য উঠাবো না যেনো অন্য কেউ সেটা খেয়ে নেয় গরমে রুমের ভিতর নিজেই ফ্যানের নিচে দখল করার পরিবর্তে অন্যকে সুযোগ দিয়ে ইসারের সাওয়াব অর্জন করতে পারবে অনুরুপ বাস কিংবা ট্রেনে অন্যের সম্মানার্তে নিজের সিটে বসিয়ে নিজে দাড়িয়ে আত্মত্যগ করার সাওয়াব অজন্য করতে পারি খাবার কম হলো আর আহারকারী বেশি হলে তখন নিজে কম খেয়ে কিংবা একেবারে না খেয়ে আর এভাবে অগনিত সুযোগে নিজের নফসকে একটু কষ্ট দিয়ে ফ্রিতে ইসারের সাওয়াব অর্জন করা যেতে পারে (মদীনার মাছ, ২৭ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা:

    প্রিয় ইসলামী বোনেরা! এখনি আমরা হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর ইসারের (আত্মত্যাগ) স্পৃহা সম্পর্কে শুনলাম এবং ইসারের সাওয়াব অর্জন করার কিছু নিয়মও শিখলাম মনে রাখবেন! সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ থেকে পাওয়া এই পবিত্র অভ্যাস গুণাবলি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর শিক্ষারই প্রতিফলন সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ অধিকাংশ সময় প্রিয় নবীর শুভদৃষ্টির দর্শনে অনন্দিত খুশি হতেন হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সংস্পর্শে থেকে প্রত্যেক বিষয়ে দিক নির্দেশনা নিতেন এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সত্য মুখে প্রদর্শিত বর্ণনা শুনে না শুধুমাত্র নিজে আমল করতেন বরং কম বেশি করা ব্যতিত অত্যন্ত সতর্কতার সাথে লোকদের নিকট পৌঁছাতেন