Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

নিশ্চিত বিষয় যে, আল্লাহ পাকের পথে সম্পদ ব্যয় করলে সম্পদ কমে যায় না বরং আরো বেড়ে যায়

    হযরত আবু হুরাইরা رَضِیَ اللهُ عَنْہُ বলেন: নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সদকা সম্পদে কমতি করে না (মুসলিম, ১৩৯৭ পৃষ্ঠা, হাদীস: ২৫৮৮)

    হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ নিজ প্রতিপালকের পথে যে সম্পদ ব্যয় করেছেন, এর প্রকৃত উপকার তিনি অবশ্যই আখিরাতে পাবেন, কিন্তু দুনিয়াতেও তিনি رَضِیَ اللهُ عَنْہُ এর বরকত থেকে বঞ্চিত ছিলেন না যেমনটি বর্ণিত রয়েছে: হযরত তালহা رَضِیَ اللهُ عَنْہُ এর দৈনিক আয় একহাজার দিরহামের অধিক ছিলো (আল মুজামুল কাবির, হাদীস: ১৯৬, খন্ড, ১১২ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী বোনেরা! আপনারা শুনলেন তো! হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ সদকা করার দ্বারা কেমন পুরুস্কার পেলেন তাঁর
رَضِیَ اللهُ عَنْہُ দৈনিক আয় একহাজার দিরহাম থেকে বেশী ছিলো আর দান সদকার অবস্থা এমন ছিলো যে, হযরত কাবিসা বিন জাবের رَضِیَ اللهُ عَنْہُ বলেন: আমি হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর সংস্পর্শে ছিলাম, আমি তার চেয়ে অধিক কাউকে দেখি নাই, যে চাওয়া ব্যতিত লোকদের অধিক সম্পদ বন্টন করতেন (আল মুজামুল কাবির, হাদীস: ১৯৪, /১১১) আর এটাও বর্ণিত রয়েছে: অনেক সময় তিনি رَضِیَ اللهُ عَنْہُ লোকদের মাঝে এতই সম্পদ বন্টন করতেন যে, নিজের জন্য কিছুই রাখতেন না তাঁর স্ত্রী হযরত সুদা বিনতে আউফ رَضِیَ اللهُ عَنْہَا বর্ণনা করেন: হযরত তালহা رَضِیَ اللهُ عَنْہُ একদিন এক লাখ দিরহাম আল্লাহর রাস্তায় সদকা করলেন এবং সেই দিন তিনি رَضِیَ اللهُ عَنْہُ নামাযের জন্য মসজিদে যেতে পারলেন না, কেননা তাঁর
رَضِیَ اللهُ عَنْہُ পোষাক এমন ছিলো না, যেটা পরিধান করে মসজিদে যেতে পারবেন (মওছুআ লিইবনিদ দুনিয়া, হাদীস: ৯৭, খন্ড, ৪২৪ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী বোনেরা! হযরত তালহা رَضِیَ اللهُ عَنْہُ এর আত্মত্যাগের আগ্রহও উওম ছিলো যে, তিনি رَضِیَ اللهُ عَنْہُ তাঁর সকল প্রকার আরাম আয়েশ অপর মুসলমানের জন্য উৎসর্গ করে দিয়েছেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে, ইসলাম আমাদেরকে