Hazrat Talha Bin Ubaid Ullah

Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah

কন্যা ছিলেন (এমনিভাবে তিনি رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর  ভায়রা ভাই (শ্যালিকার স্বামী) ছিলেন) (হযরত সায়্যিদুনা তালহা বিন উবাইদুল্লাহ, ৩৫ পৃষ্ঠা)

অবয়ব মোবারক

    ইমাম হাকিম رَضِیَ اللهُ عَنْہُ , হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর মোবারক অবয়ব এভাবে বর্ণনা করেন: তাঁর رَضِیَ اللهُ عَنْہُ রং  ছিলো লালচে সাদা, গঠন মাঝারি ধরণের ছিলো, প্রশস্ত বুক আর কাঁধ প্রশস্ত ছিলো তিনি رَضِیَ اللهُ عَنْہُ যখন কোন দিকে ফিরতেন তখন পরিপূর্ণভাবেই ফিরতেন, সুন্দর চেহারায় ছিলো খুব সুন্দর পাতলা নাক,তাঁর পা বড় ছিলো আর অনেক দ্রুতার সাথে চলা-ফেরা করতেন (আল মুস্তাদরাক, /৪৪৯) তিনি رَضِیَ اللهُ عَنْہُ সাধারণত উসফুর (হলুদ রঙ্গের একটি টুকরা যা দ্বারা কাপড় রঙ করা হতো) দ্বারা রাঙ্গানো পোষাক পরিধান করতেন (আত তবাকাতুল কুবরা লিবনে সা, ৩য় খন্ড১৪২ পৃষ্ঠা) হযরত যুবাইর বিন আওয়াম رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ তাঁর সকল ছেলের নাম আম্বিয়ায়ে কেরামগণ عَلَیْهِمُ السَّلَام এর নামে নাম রেখেছেন (আত তবাকাতুল কুবরা লিবনে সা, ৩২ নম্বর, আয যুবাইর বিন আওয়াম, ৩য় খন্ড, ৭৪ পৃষ্ঠা) তাঁর এগারোজন ছেলে চারজন মেয়ে ছিলো ছেলেদের নাম নিম্নরুপ: () মুহাম্মদ () ইমরান () মুসা () ইয়াকুব () ইসমাইল () ইসহাক () যাকারিয়া () ইউসুফ () ঈসা (১০) ইয়াহিয়া (১১) সালেহ رَضِیَ اللهُ عَنْہُمْ। 

ভালো নাম রাখা সন্তানদের হক:

    প্রিয় ইসলামী বোনেরা! হযরত ইবনে উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ এর জীবনী মোবারক থেকে জানা যায়, আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিদের নামে নিজ সন্তানদের নাম রাখা সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ এর সুন্নাত তাই পিতা-মাতার উচিত সন্তানের ভালো নাম রাখা কারণ এটা তাদের পক্ষ থেকে নিজের সন্তানের জন্য সর্বপ্রথম মৌলিক উপহার যেটা সারা বছর নিজের বুকের সাথে লাগিয়ে রাখে, এমনকি যখন হাশরের ময়দানে উপস্থিত হবে তখন সেই নামে মহান প্রতিপালকের দরবারে আহবান করা হবে যেমনিভাবে হযরত আবু দারদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত যে, রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের তোমাদের নিজের পূর্বপুরুষদের (বাপ-দাদার) নামে আহবান করা হবে,তাই তোমরা ভালো নাম রাখো