Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
করবেন যেখানকার যমিন পাথর ও চাষাবাদের অযোগ্য হবে, কিন্তু সেখানে অধিক খেজুরের বাগান হবে, তোমাদের উচিত তাঁর দরবারে দ্রুত উপস্থিত হওয়া।
সেই কুরাইশ বংশীয় ব্যবসায়ী বলেন: পাদ্রীর কথা আমার হৃদয়ে বসে গেলো আর আমি সাথে সাথে সেখান থেকে চলে গেলাম, এমনকি মক্কায়ে মুক্কাররমায় পৌঁছে নিঃশ্বাস নিলাম। মক্কা শরীফ পৌঁছতেই মানুষদেরকে জিজ্ঞাসা করলাম: কোন নতুন সংবাদ আছে কি? তখন তারা বললো: হ্যা! মুহাম্মদ বিন আব্দুল্লাহ যাকে আমরা আল-আমীন হিসেবে জানি তিনি নবুয়তের দাবি করছেন এবং ইবনে আবি কুহাফা (অর্থাৎ আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ) তাঁর উপর ঈমান এনেছেন।
বললেন আমি আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলাম: আপনি কি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর ঈমান এনেছেন? তিনি উত্তর দিলেন: হ্যাঁ! আর তুমিও চলো তাঁর দরবারে উপস্থিত হতে দেরী করো না কেননা তিনি সত্যের দাওয়াত দেন। ব্যবসায়ীর অন্তর পাদ্রীর কথায় ইসলামের দিকে ধাবিত হয়ে গেলো। আশিকে আকবর, সিদ্দীকে আকবর رَضِیَ اللهُ عَنْہُ এর নেকীর দাওয়াতে ভরপুর কথা শুনে আরো প্রভাবিত হলেন এবং তিনি পাদ্রীর সব কথাও বলে দিলেন।অতঃপর আমিরুল মুমিনীন হযরত আবু বকর সিদ্দীক رَضِیَ اللهُ عَنْہُ নিজ গোত্রের সেই যুবককে নিয়ে নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দরবারে উপস্থিত হলেন এবং বসরার পাদ্রী ও আশিকে আকবরের কথা শুনে প্রভাবিত হওয়া এই কুরাইশী ব্যবসায়ী শেষ পর্যন্ত রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর বরকতময় আঁচলের সাথে সম্পৃক্ত হয়ে মুসলমান হয়ে গেলেন। আর যখন তিনি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে পাদ্রীর কথা বর্ণনা করলেন তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অনেক খুশি হলেন। (দালায়িলুল নবুয়ত লিল বায়হাকী, ২/ ১৪৪)
প্রিয় ইসলামী বোনেরা! কুরাইশের সেই সৌভাগ্যবান ব্যবসায়ী আর কেউ নন বরং আশরায়ে মুবাশশারার অর্থাৎ দশজন জান্নাতের সু সংবাদ প্রাপ্ত সাহাবাগনের মধ্যে হতে প্রিয় সাহাবী হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ ছিলেন। আসুন!বরকত ও রহমত লাভের জন্য তাঁর رَضِیَ اللهُ عَنْہُ মোবারক জীবনীর কতিপয় দিক সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করি ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد