Book Name:Hazrat Talha Bin Ubaid Ullah
যদি কোন বিষয়ে বিন্দু পরিমাণও সন্দেহ হতো, তবে এই শব্দসমূহ নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নয় তাহলে কখনো বর্ণনা করতেন না । এই কারণে কতিপয় ঐ সাহাবায়ে কিরামগণ رَضِیَ اللهُ عَنْہُمْ যারা ইসলামের শুরুতে ঈমান গ্রহন করেছেন এবং হুযুর পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সঙ্গও লাভ করেছেন, কিন্তু তাদের কাছ থেকে হাদীস কম বর্ণিত হয়েছে।
হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ কেউ সেই মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কিরামগণের মধ্যে গণ্য করা হয় যারা, অনেক কম সংখ্যক হাদীসে পাক বর্ণনা করেছেন। যেমনিভাবে হযরত আল্লামা বদরুদ্দীন আইনী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর সম্পর্কে বলেন: হযরত তালহা বিন উবাইদুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ সর্বমোট (৩৮টি) হাদীসে পাক বর্ণনা করেছেন। সেগুলোর মধ্যে হতে ৩টি হাদীস বুখারী শরীফে আর (৪) চারটি মুসলিম শরীফে।
(শরহে আবু দাউদ, লিলআইনী, হাদীস: ৩ খন্ড, ২৪২ পৃষ্ঠা, হাদীস: ৬৬৬)
এমনিভাবে অন্যান্য সাহাবীগণ رَضِیَ اللهُ عَنْہُمْ ও হাদীস বর্ণনা করতে সতর্কতা অবলম্বন করতেন। হযরত ইবনে হাওতাকিয়া رَحْمَۃُ اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত: হযরত আমিরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে হাদীস সম্পর্কে বলা হয়েছে তখন তিনি বললেন: যদি আমার এটা ভয় না থাকতো যে,হাদিসের মধ্যে আমার থেকে হ্রাস বৃদ্ধি না হয়ে যায় তাহলে আমি তোমাদের অবশ্যই হাদীসে মোবারকা বর্ণনা করতাম।
(তবাকাতে কুবরা, ৩/ ২২১)
এক ব্যক্তি আমীরুল মুমিনীন হযরত ওমর ফারুকে আযম رَضِیَ اللهُ عَنْہُ থেকে খরগোশ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: আমি হাদীসে কমবেশি হওয়াটা অপছন্দ করি, এজন্য তোমাকে আমি এমন একজন ব্যক্তির কাছে পাঠাচ্ছি যিনি তোমাকে এই বিষয় সম্পর্কে পথ দেখাবেন, অতঃপর তিনি رَضِیَ اللهُ عَنْہُ ঐ ব্যক্তিকে হযরত আম্মার বিন ইয়াসির رَضِیَ اللهُ عَنْہُ এর কাছে পাঠালেন। যখন সে ব্যক্তি তাঁর সাথে এ বিষয় সম্পর্কে কথা বললেন তখন তিনি বললেন: আমরা নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে অমুক অমুক স্থানে ছিলাম তখন নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট একটি খরগোশ উপহার স্বরূপ পাঠানো হয়ে তখন আমরাও এর মাংস আহার করলাম।
(মুসান্নিফ ইবনে আবি শায়বা, ৫/ ৫৩৫, হাদীস: ৩)