Ghos e Pak ki Naseehatain

Book Name:Ghos e Pak ki Naseehatain

অনুগ্রহের যোগ্য, আমার আমলের যোগ্য নয় এবং এটিকে আমার পক্ষ থেকে এই মাকবুল বান্দার নিকট উপহার হিসেবে পৌঁছাও তারপর নিজের যে উদ্দেশ্য, যা জায়িয (এবং) শরয়ী, তার জন্য দোয়া করা এবং মাযারওয়ালার রূহকে আল্লাহ পাকের দরবারে নিজের ওয়াসীলা বানানো, তারপর সেভাবে সালাম করে ফিরে আসা (ফতোওয়ায়ে রযবীয়া, /৫২২)* হাজিরার আদবগুলো খেয়াল রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মাযারে হাজির হোন * যথাসম্ভব ওযু অবস্থায় থাকুন * হাজিরা দিতে যাওয়ার সময় ওযু করে যান এবং যিকির দুরুদ দ্বারা নিজের জিহ্বা সজীব রাখুন (মাযারাত আওলিয়া কি হিকায়াত, পৃ. )

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার দোয়া মুখস্ত করানো হবে সেই দোয়াটি হলো:

(اَللّٰہُمَّ) رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَ اتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ(۵۳)

অনুবাদ: হে আমাদের রব! আমরা সেটার উপর ঈমান এনেছি, যা তুমি অবতীর্ণ করেছো এবং রাসূলের অনুসারী হয়েছি সুতরাং আমাদেরকে সত্যের পক্ষে সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে লিপিবদ্ধ করো (ফয়যানে দোয়া, পৃ. ২৪৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

 

 

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭) 

    আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই