Book Name:Namaz Ki Ahmiyat
কখনো তা স্তিমিত হয়ে আসবে তখন আমরা তাদের জন্য সেটাকে আরো প্রজ্বলিত করে দিবো। (পারা ১৫, বনী ইসরাঈল আয়াত ৯৭) এই কূপ বেনামাযী, ব্যভিচারী, মদ্যপায়ী, সুদখোর, পিতামাতাকে কষ্ট প্রদানকারীদের জন্যই।
(বাহারে শরীয়ত, ১/৪৩৪)
দোযখের আযাব ও দুনিয়ার কষ্টসমূহ
হে আশিকানে রাসুল! শুনলেন তো আপনারা যে, “গায়্য” দোযখের একটি উপত্যকা, যার গভীরতা (Depth) এবং গরম সবচেয়ে বেশী এবং দোযখের আগুন যখন নিভে আসে তখন এই উপত্যকাকে খুলে দেয়া হয়, যাতে দোযখের আগুন আবারো প্রজ্বলিত হয়ে উঠে। একটু ভাবুন তো যে, এই ভয়ঙ্কর উপত্যকায় যখন বেনামাযীকে নিক্ষেপ করা হবে তখন তার কি অবস্থা হবে। মনে রাখবেন! দোযখ হচ্ছে আল্লাহ পাকের কহর ও গযবের প্রকাশস্থল, যেমনিভাবে তাঁর দয়া ও নিয়ামতের কোন শেষ নেই এবং মানুষের জ্ঞান তার অনুমানও করতে পারবে না, তেমনিভাবে আল্লাহ পাকের কহর ও গযবেরও কোন সীমারেখা নেই, প্রত্যেক সেই কষ্টদায়ক বস্তু যার ধারণা করা যায় যেমন কোন যন্ত্র দ্বারা জীবিত মানুষের নখ (Nail) উপড়ে ফেলা, কাউকে ছুরি বা লাঠি দ্বারা আঘাত করা, কারো উপর ভারী গাড়ি চালিয়ে তার হাঁড় গোড় ভেঙ্গে চুরমার করে দেয়া, অঙ্গ কেটে লবণ মরিচ ছিটিয়ে দেয়া, জীবিত চামড়া (Skin) উপড়ে ফেলা, বেহুঁশ না করেই অপারেশন করা বা বিভিন্ন রোগ বালাইয়ের কষ্ট যেমন মাথা ব্যাথা, জ্বর, পেট ব্যাথা অথবা ভয়ঙ্কর মরণব্যাধি যেমন হার্ট অ্যাটাক (Heart attack), ক্যান্সার, কিডনীতে পাথরের ব্যাথা, চুলকানী, ভয়াবহ আতঙ্ক ইত্যাদি যেসব রোগ বা দুনিয়াবী বিপদাপদ যেসবের সম্ভাবনা রয়েছে, তা দোযখের বিবেচনায় একেবারেই নগন্য। মোটকথা দুনিয়ার সকল রোগ বালাই এবং