Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

মুস্তাহাব (বাহারে শরীয়ত, /৭৭৪ পৃষ্ঠা) * নামাযের মধ্যে প্রতিপালকের সাথে মুনাজাত থাকে তো তার জন্য সজ্জিত হওয়া আতর লাগানো মুস্তাহাব (নেকীর দাওয়াত, ২০৭ পৃষ্ঠা) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সব সময় খুবই চমৎকার সুগন্ধি ব্যবহার করতেন এবং এটার প্রতি অন্য লোকদেরকেও তাকিদ দিতেন (সুন্নাত আদব, ৮৩ পৃষ্ঠা) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم দূর্গন্ধ অপছন্দ করতেন

(সুন্নাত আদব, ৮৩ পৃষ্ঠা)

ঘোষণা

    সুগন্ধির অবশিষ্ট সুন্নাত আদব তারবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে, সুতরাং তা জানার জন্য তারবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত

৬টি দরূদ শরীফ ও ২টি দোয়া

() বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ

الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

            বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

(আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)

() সমস্ত গুনাহের ক্ষমা:

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا وَمَوْلَانَا مُحَمَّدٍوَّعَلٰى اٰلِهٖ وَسَلِّمْ