Nekiyan Chupaye

Book Name:Nekiyan Chupaye

লোকদের মাঝে নেকীর দাওয়াত ছড়িয়ে দিচ্ছে তেমনিভাবে ত্রুীড়ার সাথে সম্পৃক্ত খেলোওয়াড়দের সংশোধনের জন্য একটি বিভাগ তথা ত্রুীড়া ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বিভাগ গঠন করেছে, যেটা গঠনের মূল উদ্দেশ্য হলো খেলার সাথে সম্পৃক্ত খেলোওয়াড়দের নেকীর দাওয়াত দেয়া এবং তাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের  সাথে সম্পৃক্ত করতে এই মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে অনুযায়ী জীবন অতিবাহিত করার মানসিকতা দেয়া اَلْحَمْدُ لله অনেক খেলোওয়াড় তাদের পরিবারদের নেকীর দাওয়াত দেয়া তাদেরকে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত করার এবং এই মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে এটার মানসিকতা দেয়ার চেষ্টা অব্যাহত রয়েছে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সুগন্ধির সুন্নাত ও আদব

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! সুগন্ধির সুন্নাত ও আদব সম্পর্কে কিছু মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। প্রথমে দুইটি প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّمর বাণী লক্ষ্য করুন: (১) ইরশাদ করেন: আমার তোমাদের দুনিয়ার মধ্য হতে দুইটি জিনিস পছন্দ: সুগন্ধি ও মহিলা এবং নামাযকে আমার চোখের শীতলতা বানানো হয়েছে। (সুনানে নাসায়ি, ৬৪৪ পৃষ্ঠা, হাদীস: ৩৯৪৫) (২) ইরশাদ করলেন: চারটি জিনিস নবীগণের সুন্নাতের অন্তর্ভূক্ত: বিবাহ, মিসওয়াক, লজ্জাশীলতা ও সুগন্ধি লাগানো। (মিশকাতুল মাসাবীহ, ১/৮৮) * নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না। (সুন্নাত ও আদব, ৮৫ পৃষ্ঠা) * জুমার নামাযের জন্য সুগন্ধি লাগানো