Maa Ki Dua Ka Asar

Book Name:Maa Ki Dua Ka Asar

করে! ইরশাদ করলেন: نَعَمْ، اَللّٰہُ اَکْبَرُ وَاَطْیَبُ অর্থাৎ হ্যাঁ, আল্লাহ পাক সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশী পবিত্র (শুয়াবুল ঈমান, /১৮৬, হাদীস নং-৭৮৫৬) অর্থাৎ তিনি সবকিছুর ক্ষমতাবান, তিনি তা থেকে পবিত্র যে, তাঁকে তা (সাওয়াব) দিতে পারবে না বলা (বাহারে শরীয়ত, /৫৫৪, ১৬তম অধ্যায়)

() ইরশাদ হচ্ছে: যে তার পিতামাতার আনুগত্য করাবস্থায় সকাল করলো, তবে তার জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেয়া হয়, যদি পিতামাতার মধ্যে একজন হয় তবে একটি দরজা খোলা হয় এবং যে এই অবস্থায় সকাল করলো যে, সে তার পিতামাতার অবাধ্য হলো, তবে তার জন্য জাহান্নামের দুটি দরজা খুলে দেয়া হয় আর যদি পিতামাতার মধ্যে একজন হয় তবে একটি দরজা (Door) খোলা হয় এক ব্যক্তি আরয করলো: وَاِنْ ظَلَمَاهُ؟ অর্থাৎ যদি তারা অত্যাচার করে? ইরশাদ করলেন: যদিও তারা অত্যাচার করে, যদিও তারা অত্যাচার করে, যদিও তারা অত্যাচার করে

(শুয়াবুল ঈমান, বাবু ফি বিররুল ওয়ালিদিন, /২০৬, হাদীস নং-৭৯১৬)

() এক ব্যক্তি আরয করলো: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! পিতামাতার প্রতি তার সন্তানের কি হক রয়েছে? ইরশাদ করলেন: هُمَا جَنَّتُكَ وَنَارُكَ অর্থাৎ তারাই তোমার জান্নাত এবং তোমার দোযখ

(ইবনে মাজাহ, কিতাবুল আদব, বাবু বিররুল ওয়ালিদিন, নম্বর-৩৬৬২, /১৮৬)

() এক ব্যক্তি রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর খেদমতে এসে আরয করলেন: আমার উত্তম সেবা যত্নের সবচেয়ে বেশী অধিকারী কে? ইরশাদ করলেন: তোমার মা সে আরয করলো: অতঃপর কে? ইরশাদ করলেন: তোমার মা সে আবারো আরয করলো: অতঃপর কে? ইরশাদ করলেন: তোমার মা আরয করলো: অতঃপর কে? ইরশাদ করলেন: তোমার পিতা (বুখারী, কিতাবুল আদব, /৯৩, হাদীস নং-৫৯৭১)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্ণনাকৃত হাদীসে মোবারাকা সমূহ থেকে জানা গেলো যে, পিতামাতার সম্মান ও মর্যাদা খুবই উচ্চ, মানুষ যদি তাঁদের সন্তুষ্ট রাখে তবে তার দুনিয়া ও আখিরাত সজ্জিত হয়ে যায় আর তাঁদের অসন্তুষ্ট করা জাহান্নামে নিক্ষেপকারী কাজ। এটাও জানা গেলো যে, পিতামাতা যদিও অত্যাচার করে তবু সন্তানের প্রতি তাঁদের